টিএসএন ডেস্ক, ২ আগস্ট।।
         জয়ের ধারা অব্যাহত রেখে এগুচ্ছে নাইন বুলেটস ক্লাব। দুর্দান্ত জয় পেয়েছে এবারকার শিল্ড চ্যাম্পিয়ন ফরোয়ার্ড ক্লাবকে হারিয়ে। তারুণ্যের কাছে হার স্বীকার করতে হলো শক্তিশালী দল ফরোয়ার্ড ক্লাবকে। রাখাল মেমোরিয়াল শিল্ডে সেমিফাইনালে পরাজয়ের একপ্রকার মোক্ষম জবাব দিয়েছে আজ তারুণ্যে ভরা বুলেটস। শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল এ ডিভিশন ফুটবল লীগে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ শুক্রবার নাইন বুলেটস ক্লাব ৩-১ গোলের ব্যবধানে ফরোয়ার্ডকে হারিয়ে লাগতর দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে। পক্ষান্তরে ফরোয়ার্ড ক্লাব প্রথম ম্যাচে টাউন ক্লাবের কাছে আটকে গেলেও দ্বিতীয় ম্যাচে আজ বুলেটসের কাছে পরাজয় তাদেরকে কিছুটা হলেও পিছিয়ে দিয়েছে।‌ অপরদিকে পরপর দুই ম্যাচে জয় নাইন বুলেটস- এর মনোবল অনেকটা বাড়িয়ে দিয়েছে। উল্লেখ্য, পুরো ৯০ মিনিটের খেলায় দু দলের গোল চারটি হলেও খেলায় অসদাচরনের দায় রেফারিকে দুই দলের সাতজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করতে হয়েছে। মূলতঃ ম্যাচটাকে এগিয়ে নিতে রেফারিকে এই পদক্ষেপ নিতে হয়েছে। নাইন বুলেটস এর হয়ে নিনগাম্বা কবিরাজ সিং, লইসিলাম মনিসিং এবং হ্যাংথাম জোয়ালা গোল তিনটি করেনা। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিপ্লব সিং।
     ***  দিনের খেলা: কল্যাণ সমিতি বনাম ফ্রেন্ডস ইউনিয়ন, সন্ধ্যা ছয়টায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *