স্পোর্টস ডেস্ক, ১২ জুলাই।।
              কোয়ার্টার ফাইনালে উঠলো টাউন ক্লাব। ১৬ জুলাই সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে টাউন ক্লাব খেলবে ব্লাড মাউথ ক্লাবের বিরুদ্ধে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত রাখাল  শীল্ড নক আউট ফুটবল প্রতিযোগিতায়। শনিবার অপেক্ষাকৃত আসরের দুই দুর্বল প্রতিপক্ষ টাউন ক্লাব এবং জুয়েলস অ্যাসোসিয়েশন মুখোমুখি হয়েছিল। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টাউন ক্লাব ২-০ গোলে পরাজিত করে জুয়েলস অ্যাসোসিয়েশনকে। জয় পেলেও তেমন আহামরি খেলতে পারেনি সুজিত ঘোষের ছেলেরা। ব্যতিক্রম ছিল না প্রণব সরকারের ছেলেরাও। হয়তোবা মরশুমের প্রথম ম্যাচ বলেই দু’দলের ফুটবলাররা তেমন আহামরি খেলতে পারেননি। তবে ব্লাড মাউথের বিরুদ্ধে জয় পেতে হলে খোলস ছেড়ে বেরিয়ে আসতে হবে সুজিত ঘোষের ছেলেদের।  অজস্র মিস পাসে ভরা ছিল ম্যাচ। এক সময় ম্যাচ বিরক্তিকর হয়ে উঠেছিল। শুরু থেকেই দু-‌দলের ফুটবলাররা কিছুটা আক্রমাত্মক খেলার চেষ্টা করলেও মাঝ মাঠের দুর্বলতায় ভুগতে হয়েছে দু দলকে। তবে টাউন ক্লাবের গোলরক্ষক সোহেল লস্কর যদি অবধারিত গোল রুখে না দিতেন তাহলে হয়তো বা টাউনকে ছিটকে যেতে হতো। সঙ্গত কারণেই লস্করকে ম্যাচের সেরা ফুটবলারের সম্মান দেওয়া হয়। প্রথমার্ধে দুদলের ফুটবলাররা আপ্রাণ চেষ্টা করলেও বিপক্ষের রক্ষণভাগে চিড় ধরাতে পারেননি। দ্বিতীয়ার্ধের শুরুতে ঝটিকা আক্রমণ করে টাউন ক্লাব। এতে আসে সাফল্য।
        ৪৭ মিনিটে শুবম দেববর্মা গোল করে এগিয়ে দেন টাউন ক্লাবকে। এর এর ১৫ মিনিট পর জন জমাতিয়া টাউনের পক্ষে দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করে দেন। ম্যাচে ফেরার জন্য জুয়েলসের ফুটবলাররা এরপর পাল্টা আক্রমণ করলেও গোলের রাস্তা খুঁজে পাননি। রেফারি বাসু টিস্যু হলুদ কার্ড দেখান জুয়েলস এসোসিয়েশনের লাল রোয়াত মাওয়াইকে।‌


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *