স্পোর্টস ডেস্ক,৩ জুলাই।।
আগামী বছর প্রথম ডিভিশনে খেলার ছাড়পত্র অর্জন করে নিলো সুজিত ঘোষের ঐকতান যুব সংস্থা। এক ম্যাচ বাকি থাকতেই খেতাব জয় করে নিলো ঐকতান যুব সংস্থা। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত ‘দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। বৃহস্পতিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ত্রিবেণী সংঘকে গোলের মালা পরিয়ে খেতাব জয় করে নেয় ঐকতান যুব সংস্থা। বৃহস্পতিবার জয় পেলেই খেতাব নিশ্চিত। তা জানা ছিল ঐকতান যুব সংস্থার ফুটবলারদের। সেই লক্ষ্যেই ম্যাচের শুরু থেকে বিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়েন সুজিত ঘোষের ছেলেরা। ক্রমাগত আক্রমণে নাজেহাল হয়ে পড়ে ত্রিবেণী সঙ্ঘের রক্ষণভাগের ফুটবলাররা। শক্তি ,দক্ষতা এবং গতি— তিন বিভাগেই ঐকতান যুব সংস্থার ফুটবলাররা এগিয়েছিল তা জানা ছিলো সকলেরই। তারপরও দেখার ছিল কতটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন ত্রিবেণী সঙ্ঘের ফুটবলাররা। ম্যাচ শুরুর প্রথম ২৫ মিনিট কিছুটা লড়াই করলেও এর পরই ছন্ন ছাড়া হয়ে পড়ে ত্রিবেণী সংঘ। ওই সুযোগের পুরো ফায়দা তুলেন ঐকতান যুব সংস্থার ফুটবলাররা। ম্যাচে প্রথম গোল পেতে দলকে অপেক্ষা করতে হয় মাত্র ২৯ মিনিট। দলের হয়ে প্রথম গোলটি করেন রিচার্ড ভানলাল থুয়াম। ওই গোলের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি দলকে।

প্রথম গোল পেতেই দ্বিগুণ উৎসাহে আক্রমণের গতি আরও কয়েকগুণ বাড়িয়ে দেন অমিত জমাতিয়ার। ৩৮ মিনিটে দলের এবং নিজের দ্বিতীয় গোলটি করেন রিচার্ড। প্রথমার্ধে খেলা শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন জন জমাতিয়া। দ্বিতীয়ার্ধে ম্যাচের লাগাম পুরো নিজের হাতে তুলে নেন রিচার্ড-রা। ৫৩ এবং ৭৫ মিনিটে পর পর দুটো গোল করেন অমিত জমাতিয়া। ৮৬ মিনিটে মনীশ দেববর্মা এবং ম্যাচ শেষ হওয়ার দু মিনিট আগে ভক্ত সাধন জমাতিয়া ত্রিবেণী সঙ্ঘের জাল শেষ বার নাড়িয়ে দেন। আসরে উনিশ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হলো ঐকতান যুব সংস্থা। রেফারি বিপ্লব সিনহা হলুদ কার্ড দেখান ত্রিবেণী সংঘের সুলেমনকে।