স্পোর্টস ডেস্ক, ১লা জুলাই।।
        ফুটবলার পারভেজ ভূঁইয়ার শাস্তি আরও বাড়ানোর দাবি জানালো এগিয়ে চলো সংঘ। সংঘের সচিব সুমন্ত গুপ্ত এক বিবৃতিতে বলেন, রাজ্যের গৌরবময় ফুটবল ইতিহাসে নজিরবিহীন কেলেঙ্কারি এবং জালিয়াতি ঘটনায় অভিযুক্ত ফুটবলার পারভেজ ভূঁইয়াকে ফুটবল সংস্থার পক্ষ থেকে এক বছরের জন্য সাসপেন্ড করার বিষয়টি আমাদের নজরে এসেছে । রাজ্য ফুটবল সংস্থার ওই সিদ্ধান্ত কে আমরা সাধুবাদ জানাই। তবে রাজ্য ফুটবল সংস্থার কাছে আমাদের জোরালো দাবি যাতে শাস্তির মেয়াদ বৃদ্ধি করা হয়। কম পক্ষে দু বছরের জন্য যাতে সাসপেন্ড করা হয়। শুধু আমাদের সঙ্গে নয় রাজ্য ফুটবল সংস্থার সঙ্গে ও প্রতারণা এবং জালিয়াতি করেছে পারভেজ । এ ঘটনায় রাজ্যের ফুটবলপ্রেমী মানুষ বিস্মিত এবং ক্ষুব্ধ। পারভেজ শুধু আমাদের নয় রাজ্যে সংস্থার কর্তাদের অপমান করেছে। রাজ্যের বাইরে গিয়ে রাজ্য ফুটবল সংস্থাকে অপমানিত করেছে। রাজ্য ফুটবল সংস্থার অপমান মানে আমাদের অপমান। এ অবস্থায় আমরা মনে করি রাজ্যের ফুটবল ইতিহাসে এক নজিরবিহীন শাস্তি দেওয়া হোক ওই প্রতারক এবং জালিয়াত ফুটবলার পারভেজকে । আমরা মনে করি, রাজ্য ফুটবল সংস্থা যদি কঠোর মনোভাব নেয় তাহলে আগামী দিনে আর কোনও ফুটবলার এমন সাহস পাবে না। রাজ্যের ফুটবলের উন্নতি স্বার্থে আমরা চাইছি পারভেজের শাস্তি আরও বাড়ানো হউক। প্রসঙ্গত;‌এবছর এগিয়ে চলো সংঘের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন ওই ফুটবলারটি। কিন্তু ক্লাবের নকল সই জাল করে দিল্লিতে গিয়ে খেলেছিলেন পারভেজ। এর প্রতিবাদ এগিয়ে চলো সংঘ থেকে দেওয়া হয়েছিল। জানা গেছে শুধু এগিয়ে চলো সঙ্গে নয়, এ বছর ব্লাড মাউথ ক্লাবের থেকেও খেলার কথা বলে আর্থিক সহায়তা নিয়েছিলেন। শুধু এবারই নয় এর আগেও ভারতীয় দলের হয়ে খেলার কথা বলে সংবাদ শিরোনামে চলে এসেছিলেন ওই পারভেজ। কার্যত তা ছিল মিথ্যে। ত্রিপুরার ফুটবলকে অনেকটা নিচু স্তরের নিয়ে আনার পরিকল্পনা ছিল ওই ফুটবলারটির।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *