স্পোর্টস ডেস্ক, ১৯ আগস্ট।।
        আবারও ড্র-তে নিষ্পত্তি ম্যাচ। এ নিয়ে টুর্নামেন্টের সপ্তম ম্যাচ। প্রথম ডিভিশন লীগের খেলা। গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল জুয়েলস এসোসিয়েশন বনাম ফরওয়ার্ড ক্লাবের মধ্যে। দুদলের পক্ষেই এটি দ্বিতীয়বারের ড্র ম্যাচ। ফরোয়ার্ড ক্লাব এর আগে লাল বাহাদুরের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল। অপরদিকে জুয়েলস এসোসিয়েশনও লাল বাহাদুরের সঙ্গে এক-এক গোলে ম্যাচ ড্র করে পয়েন্ট ভাগ করেছিল। আজকের গুরুত্বপূর্ণ খেলায় জুয়েলস এসোসিয়েশন বনাম ফরওয়ার্ড ক্লাবের ম্যাচটি তিন-তিন গোলে ড্র তে নিষ্পত্তি হওয়ায় আখেরে ব্লাড মাউথ ক্লাব ও কল্যাণ সমিতির কিছুটা লাভ হয়েছে বলা চলে। ‌উমাকান্ত মিনি স্টেডিয়ামে সান্ধ্যকালীন খেলায় উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ফরওয়ার্ড ক্লাব প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে জুয়েলস এসোসিয়েশন এতটাই কাম ব্যাক করেছে, শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলাটি তিন তিন গোলে ড্র-তে নিষ্পত্তি হয়েছে। প্রথমার্ধের তিন ও চব্বিশ মিনিটের মাথায় ফরওয়ার্ড ক্লাবের লিংডো এবং ফিলোর গোলে ২-০ তে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে জুয়েলসের গোলে ব্যবধান কমে আসলেও ফের ফরোয়ার্ড আরও একটি গোল করে ব্যবধান বাড়িয়ে ৩-১ করে নেই। তবে অন্তিম পর্যায়ে জুয়েলস এসোসিয়েশন একপ্রকার তেড়ে ফুঁড়ে ৬ মিনিটের মধ্যে পরপর দুটি গোল করে খেলায় তিন-তিন গোলে  সমতা ফিরিয়ে আনে। শেষ পর্যন্ত জয়সূচক গোলের সন্ধান কেউ দিতে পারেনি বলে ম্যাচটি অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে। প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ লড়াইয়ে রেফারি বিপ্লব সিং জুয়েলস এসোসিয়েশন এর তিনজন ফুটবলার কে খেলায় অসদাচরনের দায়ে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন।








           


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *