টিএসএন ডেস্ক, ২৯ জুন।।
” রাজ্যের খেলাধুলার মান উন্নয়নের জন্য কাজ করছে রাজ্য সরকার। প্রতিভাবান খেলোয়াড়দের জন্য উন্নত প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে নানান পরিকাঠামো তৈরি করছে সরকার।”- বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রবিবার ধলাই জেলার গঙ্গা নগর ইংরেজি মাধ্যম বিদ্যালয় সংলগ্ন নয়া সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠের শুভ উদ্বোধন করে একথা বলেন তিনি।

গঙ্গানগর সিনথেটিক টার্ফ ফুটবল মাঠের জন্য রাজ্য সরকার ব্যয় করেছে প্রায় ২.৫ কোটি টাকা।রাজ্যের বিভিন্ন জায়গাতে এই ধরনের সিনথেটিক টার্ফ ফুটবল মাঠ তৈরি করছে রাজ্যের ক্রীড়া দপ্তর। মূলত রাজ্যের শহর থেকে সমতল, গ্রাম থেকে পাহাড় সব জায়গা থেকেই প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতেই সরকারের এই প্রচেষ্টা।