এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। বিজয়ী দল একটি রয়েল এনফিল্ড বাইক ও চ্যাম্পিয়ন ট্রফি, রানার্স দল একটি পালসার- ১৫০ বাইক ও রানার্স ট্রফি, তাছাড়া ম্যান অফ দ্য সিরিজ থাকবে একটি আইফোন।
তেলিয়ামুড়া ডেস্ক, ২৫ জানুয়ারি।।
ত্রিপুরা রঞ্জি দলের প্রাক্তন ক্রিকেটার সুধাঙ্ক দাসের স্মৃতিতে তেলিয়ামুড়া’য় অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ব্যাতিক্রমী নকআউট বিগ সাইড ক্রিকেট টুর্নামেন্ট। নিউস্টার ক্লাবের উদ্যোগে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভগৎ সিং মিনি স্টেডিয়ামে শুরু হবে মেগা ক্রিকেট আসর।
রবিবার সন্ধ্যায় নিউস্টার ক্লাব প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনে ক্লাবের সভাপতি, সম্পাদক ও সদস্যরা জানান— ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। বিজয়ী দল একটি রয়েল এনফিল্ড বাইক ও চ্যাম্পিয়ন ট্রফি, রানার্স দল একটি পালসার- ১৫০ বাইক ও রানার্স ট্রফি, তাছাড়া ম্যান অফ দ্য সিরিজ থাকবে একটি আইফোন।
এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে ইচ্ছুক দলগুলো ৫ ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে।
প্রতিটি দলে ভারতের যেকোনো রাজ্যের ৫ জন এবং ত্রিপুরা রাজ্যের ৬ জন ক্রিকেটার প্লেইং ইলেভেনে অংশ নিতে পারবেন।

নিউস্টার ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে,”এই টুর্নামেন্টের মূল লক্ষ্য যুবসমাজকে নেশার করাল গ্রাস থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি উৎসাহ জাগানো। সুধাঙ্ক দাসের মতো ক্রীড়াবিদের স্মৃতি’কে সম্মান জানিয়ে নতুন প্রজন্ম খেলাধুলার দিকে আগ্রহী করতেই তাদের এই উদ্যোগ।

তেলিয়ামুড়ার ক্রীড়াঙ্গনে এই টুর্নামেন্ট শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং এটি এক সামাজিক বার্তা—যেখানে খেলাই হতে পারে জীবনের সঠিক পথের দিশারি। নিউস্টার ক্লাবের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

