মেঘালয়ের গড়া মাত্র ২৭ রানের জবাবে ত্রিপুরা ২৭ বল খেলে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ত্রিপুরার ফুলেশ্বরী দেবনাথ পাঁচ উইকেট দখল করে।
স্পোর্টস ডেস্ক,৮ জানুয়ারি ।।
সিকিমের বিরুদ্ধে অপ্রত্যাশিত পরাজয়ের পরে ত্রিপুরার ক্রিকেটাররা কতটা তেঁতেছিল তার আভাস বৃহস্পতিবার পেল মেঘালয়। কার্যত হেলায় মেঘালয়কে পরাজিত করে ঘুরে দাঁড়ালো ত্রিপুরা। অনূর্ধ্ব ১৫ বালিকাদের এক দিবসীয় ক্রিকেটের প্লেট গ্রুপে। গুয়াহাটির ফুলুং এর এ সি এ ক্রিকেট একাডেমি মাঠে দাপটের সঙ্গে খেলে ত্রিপুরা জয় লাভ করে উইকেটে। মেঘালয়ের গড়া মাত্র ২৭ রানের জবাবে ত্রিপুরা ২৭ বল খেলে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ত্রিপুরার ফুলেশ্বরী দেবনাথ পাঁচ উইকেট দখল করে। এদিন জয় পেয়ে কার্যতো ফাইনালে পৌঁছে গেল ত্রিপুরা। এ দিন সকালে টসে জয়লাভ করে প্রথম ব্যাট করতে নেমে ত্রিপুরার বোলারদের সাঁড়াশি আক্রমণের মুখে শুরু থেকেই ২২ গজে লুটিয়ে পড়ে মেঘালয়ের ব্যাটসম্যানরা। দল ১২.৫ ওভার ব্যাট করে মাত্র ২৭ রানে গুটিয়ে যায়। দল সর্বোচ্চ তের রান পায় অতিরিক্ত খাতে। ওই রান যদি না পেত তাহলে মেঘালয়ের স্কোর আরও লজ্জাজনক হত। দলের পক্ষে সর্বোচ্চ আট রান করে দলনায়িকা এল এম এল মাওলং। দলের সাতজন ব্যাটসম্যান কোনও রান করতে পারেনি। ত্রিপুরার পক্ষে ফুলেশ্বরী দেবনাথ ৮ রানে পাঁচটি, অঙ্কিতা পাটারি পাঁচ রানে তিনটি এবং পূর্বা চৌধুরী তিন রানে দুটি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে ত্রিপুরা ২৭ বল খেলে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। রাজ্য দলের পক্ষে অস্মিতা রায় ১৬ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ২১ রানে এবং অনুষ্কা শীল ১২ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে পাঁচ রানে অপরাজিত থেকে যায়। আসরে চার ম্যাচ খেলে তিনটি ম্যাচে জয়লাভ করলো ত্রিপুরা। ১০ জানুয়ারি ত্রিপুরার পঞ্চম প্রথম পক্ষ অরুণাচল প্রদেশ।

