স্পোর্টস ডেস্ক, ১৭ জুলাই।।
      রাখাল শিল্ড ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে উমাকান্ত ময়দানে ভি আই পি বক্স বয়কট করলো ব্লাড মাউথ  ক্লাব। ফুটবলার পারভেজকে শোকজ করার জন্যই এই সিদ্ধান্ত নিলো ব্লাডমাউথ। বুধবার ব্লাডমাউথ ক্লাবের সম্পাদক সেবক ভট্টাচার্য সহ বাকি সভ্য সমর্থকরা বসলেন মাঠের উত্তর দিকের গ্যালারিতে। ব্লাডমাউথ ক্লাব পারভেজ ইস্যুতে টি এফ এতে চিঠি ও দেয় ।  তবে এখনও কোনও উত্তর পায়নি ব্লাড মাউথ ক্লাব। তাই এই সিদ্ধান্ত নিলো ব্লাড মাউথ ক্লাব। এই বিষয়ে নীল জ্যোতি রাখাল শিল্ড  নক আউট ফুটবল কমিটির সচিব কৃষ্ণপদ সরকারের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, পারভেজ ইস্যুতে সিদ্ধান্ত নিয়েছে গভর্নিং বডি। এরপরও তিনি শিল্ড কমিটির সচিব হিসেবে ব্লাড মাউথ ক্লাবের সচিব ও সভাপতিকে  আবারও অনুরোধ করবেন তারা যাতে এসে ভি আই পি বক্সে এসে বসেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *