স্পোর্টস ডেস্ক,৩১ অক্টোবর।।
দলে নেই রান মেশিন অভিমুন্য ইশ্বরণ এবং সুদীপ চ্যাটার্জী। এছাড়া নেই পেসার ক্রিকেটার আকাশ দ্বীপ। ভারতীয় ‘এ’ দলে জায়গা পেয়ে যাওয়ায় অভিমুন্য এবং আকাশদীপ আসতে পারেননি দলের সঙ্গে। এছাড়া চোট থাকায় দলের বাইরে গেলো ২ বছর ত্রিপুরার হয়ে খেলা সুদীপ চ্যাটার্জী আসতে পারেননি এ রাজ্যে। তার পরও ত্রিপুরাকে চিড়ে খেতে মাঠে নেমে পড়েছেন শক্তিশালী বাংলার ক্রিকেটাররা। টানা তিন ম্যাচে জয়ের হ্যাটট্রিক করতে বদ্ধপরিকর লক্ষ্মীরতন শুক্লা-র ছেলেরা। এর জন্য জাতীয় দলের তারকা পেসার মোহম্মদ সামিকে সামনে রেখেই আক্রমণের যাবতীয় ছক কষা হয়ে গেছে। এখন তা বাস্তবায়নের সময়। বুধবার বিকেলে রাজ্যে পৌঁছানোর পর বৃহস্পতিবার সকালে এম বি বি স্টেডিয়ামে অনুশীলন করেন বাংলা দলের তারকা ক্রিকেটাররা। ১-৪ নভেম্বরের তৃতীয় ম্যাচে ত্রিপুরা মুখোমুখি হবে বাংলার। রঞ্জি ট্রফি ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ওই ম্যাচে অংশ নেওয়ার আগে দু- দল ই শুক্রবার শেষ প্রস্তুতি সেরে নেবে। এদিন সকাল থেকেই এম বি বি স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। জাতীয় দলের তারকা পেস বোলার মোঃ সামিকে এক ঝলক দেখার জন্য। সকাল দশটায় বাংলা দলের ক্রিকেটাররা মাঠে নামলেও প্যাভিলিয়নে বসেছিলেন জাতীয় দলের তারকা বোলারটি। শেষে হালকা অনুশীলন করেন সামি। জাতীয় দলের তারকাকে এক ঝলক দেখতে, ক্যামেরা বন্দী করতে ক্রিকেটপ্রেমীদের উৎসাহ ছিল লক্ষণীয়। এদিকে বাংলার ক্রিকেটারদের চালচলন এবং হাভভাবে স্পষ্ট তাঁরা ত্রিপুরা জয় দেখতে পারছেন। ত্রিপুরা থেকে পুরো পয়েন্ট নিয়ে যেতে বদ্ধপরিকর অভিষেক পোড়েল-রা। এদিকে সকালে ত্রিপুরার দল ঘোষণা না করা হলেও রাজ্য দলের ক্রিকেটাররা অনুশীলন করেছেন। মানসিকভাবে পিছিয়ে থাকা মনি শংকর-রা শক্তিশালী বাংলার বিরুদ্ধে কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবেন তা নিয়ে দেখা দিয়েছে যথেষ্ট সন্দেহ। বিশেষ করে ব্যাটসম্যানদের চূড়ান্ত অফ ফর্ম চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। স্থানীয়দের পাশাপাশি ভিন রাজ্যের ক্রিকেটারদের ও ব্যাটে রান নেই। ফলে মরশুমের প্রথম দুই ম্যাচে লজ্জাজনক পরাজিত হতে হয়েছে ত্রিপুরাকে। বিশেষ করে হরিয়ানার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৪৭ রানে অলআউট হয়ে মুখে চুনকালি মেখেছেন ত্রিপুরার ক্রিকেটাররা। ওই অবস্থায় মরশুমে তৃতীয় ম্যাচে কতটা ভালো খেলতে পারবেন ত্রিপুরার ক্রিকেটাররা তা আগাম বলা মুশকিল। তবে ঘরের মাঠে ম্যাচ এটাই বাড়তি পাওনা ত্রিপুরার ক্রিকেটারদের।

