“টুর্নামেন্টের উদ্বোধনের শুরুতেই রেগে লাল হয়ে গেলেন এলাকার বিধায়িকা অন্তরা সরকার দেব।তার অভিযোগ অটল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে যে ফ্লেক্স করা হয়েছে তাতে এলাকার বিধায়িকা হয়েও তার ছবি নেই, অথচ নবাদল বণিককের ছবি ফ্লেক্সে দেওয়া রয়েছে। এলাকার বিধায়ক কি নবাদুল বণিক নাকি ? প্রশ্ন অন্তরার।”
স্পোর্টস ডেস্ক,২৩ নভেম্বর।।
কমলাসাগর বিধানসভার অন্তর্গত মতিনগর স্কুল মাঠে অটল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে রবিবার তীব্র চাঞ্চল সৃষ্টি।মতিনগর প্লে সেন্টারের উদ্যোগে অটল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিক, সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ আরো অন্যান্যরা। টুর্নামেন্টের উদ্বোধনের শুরুতেই রেগে লাল হয়ে গেলেন এলাকার বিধায়িকা অন্তরা সরকার দেব।তার অভিযোগ অটল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে যে ফ্লাক্স করা হয়েছে তাতে এলাকার বিধায়িকা হয়েও তার ছবি নেই, অথচ নবাদল বণিককের ছবি ফ্লেক্সে দেওয়া রয়েছে। এলাকার বিধায়ক কি নবাদুল বণিক নাকি ?বিষয়গুলো নিয়ে ক্ষেপে উঠেন এলাকার বিধায়িকা।শুধু তাই নয় মাইক্রোফোন হাতে নিয়ে বিভিন্ন ভাষায় আক্রমণ করেন তিনি। দীর্ঘদিন ধরে কমলাসাগর বিধানসভায় দলীয় কোন্দল চরমে উঠে। দলীয় কোন্দলের কারণে কমলাসাগরে উন্নয়নে অনেকটাই ভাটা পরে এসেছে।এর মধ্যেই অটল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টর উদ্বোধনী অনুষ্ঠানে দলীয় ক্ষোভ প্রকাশ পেল। বিধায়িকা নিজেই মাইক্রোফোন হাতে নিয়ে সেই ক্ষোভ উগরে দিলেন।বিধায়িকার এই ক্ষোভ মাঠে থাকা দর্শনার্থীরা স্বচক্ষে দেখে এবং দর্শনার্থীদের মধ্যে বিভিন্ন সমালোচনা করেন। আগামী দিন তাদের এই দলীয় ক্ষোভে বিরোধী দলগুলি সক্রিয় হযে উঠবে বলে দাবি করছে এলাকার জনগণ।তবে খেলার ময়দানে এভাবে দলীয় আভ্যন্তরীণ কোন্দল জন সম্মুখে উঠে আসায় কার্যত যেন ক্রীড়াঙ্গনকেই কলঙ্কিত করে তুললো বলে মনে করছেন রাজ্যের ক্রীড়া প্রেমীরা।

