বৃহস্পতিবার ত্রিপুরার গড়া ৩২০ রানের জবাবে ঝাড়খন্ড মাত্র ১২৩ রান করতে সক্ষম হয়। ত্রিপুরার শ্রীদাম পাল এবং রজত দে শতরান করেছেন।

স্পোর্টস ডেস্ক,৮ জানুয়ারি।।
          ত্রিপুরায় বিধ্বস্ত হলো ঝাড়খন্ড। জয় দিয়ে আসর শেষ করল ত্রিপুরা। বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে। আমেদাবাদের গুজরাট কলেজ ক্রিকেট মাঠে ত্রিপুরা ১৯৭ রানের বড় ব্যবধানে পরাজিত করে ঝাড়খন্ডকে। আসরে সাত ম্যাচ খেলে তিনটি ম্যাচে জয় পেয়ে বারো পয়েন্ট নিয়ে মরসুম শেষ করল রাজ্য দল। বৃহস্পতিবার ত্রিপুরার গড়া ৩২০ রানের জবাবে ঝাড়খন্ড মাত্র ১২৩ রান করতে সক্ষম হয়। ত্রিপুরার শ্রীদাম পাল এবং রজত দে শতরান করেছেন। এ দিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে ত্রিপুরা। এক সময় কুড়ি রানে তিন উইকেট হারিয়ে দল ছিল খাদের কিনারায়। ওই অবস্থায় করা প্রতিরোধ গড়ে তোলেন শ্রীদাম পাল এবং রজত দে। ঠান্ডা মাথায় ত্রিপুরা কি এগিয়ে নিয়ে যেতে থাকেন ওই দুই ব্যাটসম্যান। চতুর্থ উইকেটে ওই জুটি ২৩৬ বল খেলে ২৫৮ রান যোগ করে ত্রিপুরাতে বড় স্কোর গড়ার দিকে নিয়ে যান। শ্রীদাম ১৩৪ বল খেলে ১৩ টি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫০ এবং রজত ১১৫ বল খেলে ১৩ টি বাউন্ডারি সাহায্যে ১০২ রান করেন। শেষ দিকে মনি মনি শংকর মুড়া সিং দশ বল খেলে তিনটি বাউন্ডের সাহায্যে ১৮ রান করেন। ত্রিপুরা নির্ধারিত পঞ্চাশ ওভারে ৩২০ রান করে। ঝাড়খণ্ডের পক্ষে সুশান্ত মিশ্রা ৫২ রানের ছয়টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ত্রিপুরার গড়া বিশাল রানের চাপে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ঝাড়খন্ড। শেষ পর্যন্ত ৩১.১ ওভার ব্যাট করে ঝাড়খণ্ডের ইনিংস গুটিয়ে যায় ১২৩ রানে। দলের পক্ষে মনীষী ৫৫ বল খেলে তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৪০, রাজনদ্বীপ ৪৬ বল খেলে তিনটি বাউন্ডারি সাহায্য ২৯ এবং কুমার কুশাগরা কুড়ি বল খেলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ২৬ রান করেন। পুলার পক্ষে অভিজিৎ সরকার ৪০ রানে চারটি, অজয় সরকার ২৩ রানে এবং স্বপ্নীল কুমার সিং ২৮ রানে দুটি করে উইকেট দখল করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *