বিশাল সিনহার এই সাফল্যের পথচলা অধ্যবসায়, আত্মত্যাগ ও অদম্য মানসিক দৃঢ়তার এক জীবন্ত উদাহরণ।এই অসাধারণ কৃতিত্বে কৈলাসহর জুড়ে বইছে খুশির হাওয়া।

স্পোর্টস ডেস্ক,১২ জানুয়ারি।।
     অদম্য পরিশ্রম, কঠোর শৃঙ্খলা ও অবিচল নিষ্ঠার শক্তিতে বিশাল সিনহা আবারও প্রমাণ করলেন—সাফল্য তাঁর কাছে কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এক নিরবচ্ছিন্ন যাত্রা। ওড়িশার ভুবনেশ্বর অনুষ্ঠিত ১২তম ইস্ট জোন বডিবিল্ডিং ও ফিজিক স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ স্বর্ণপদক জয় করে তিনি নিজের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রতিষ্ঠিত করলেন।একাধিকবার ত্রিপুরা ওভারঅল চ্যাম্পিয়ন, নর্থ ইস্ট চ্যাম্পিয়ন হিসেবে নিজেকে প্রমাণ করা বিশাল সিনহা বছরের পর বছর ধারাবাহিকভাবে একের পর এক পদক জয় করে চলেছেন। তাঁর এই সাফল্যের পথচলা অধ্যবসায়, আত্মত্যাগ ও অদম্য মানসিক দৃঢ়তার এক জীবন্ত উদাহরণ।এই অসাধারণ কৃতিত্বে কৈলাসহর জুড়ে বইছে খুশির হাওয়া। উল্লেখযোগ্য যে ডাঃ বিশাল সিনহা বর্তমানে ও এন জি সি-তে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত, এবং পেশাগত দায়িত্ব সামলানোর পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে তাঁর এই সাফল্য সত্যিই অনুপ্রেরণাদায়ক। এছাড়া আসরে রাজ্যের রীতা নাগ মহিলা বিভাগে রৌপ্য পদক এবং রাহুল সাহা পঞ্চম স্থান দখল করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *