স্পোর্টস ডেস্ক, ৩১ অক্টোবর।।
ক্রমশঃ পরাজয়ের মধ্যেই রয়েছে ত্রিপুরা দল। মহিলা ক্রিকেটে আবারও হেরেছে ত্রিপুরার অনূর্ধ্ব ১৯ ক্রিকেট টিম। বিসিসিআই আয়োজিত অনূর্ধ্ব ১৯ টি ২০ ক্রিকেটে। যেমন ব্যাটিংয়ে, তেমন বোলিংয়ে – ত্রিপুরা দল যেন কিছুতেই স্বাভাবিক ভূমিকা পালন করতে পারছে না। টানা চার ম্যাচে প্রতিপক্ষ চার রাজ্য দলের কাছে চূড়ান্ত বিধ্বস্ত হয়েছে। প্রথম ম্যাচে হিমাচল প্রদেশের কাছে নয় উইকেটে পরাজয় দিয়ে শুরু। পরবর্তী দুই ম্যাচে যথাক্রমে কর্ণাটক এবং মুম্বাই এর কাছে ১০ উইকেটের ব্যবধানে হেরে ত্রিপুরা দল এমনিতেই পয়েন্ট তালিকার শেষ স্থানে ছিল। আজ, শুক্রবার বাংলার কাছে ১৫১ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে। পরবর্তী অর্থাৎ অন্তিম ম্যাচে আসামের বিরুদ্ধে খেলে ত্রিপুরা দলকে নাগপুর থেকে ঘরে ফিরে আসতে হবে। আজ, শুক্রবার নাগপুরে লেডি অমৃত ভাই দাগা কলেজ গ্রাউন্ডে বেলা দেড়টায় ম্যাচ শুরুতে টস জিতে বাংলা দল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে। দলের পক্ষে তৃষিতা সরকারের ৮২ রান এবং প্রিয়াঙ্কা গোলদারের অপরাজিত একান্ন রান বেশ উল্লেখযোগ্য। ত্রিপুরা দলের পারমিতা চক্রবর্তী এবং তানিয়া ছেত্রী দুটি করে উইকেট পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে ত্রিপুরা দলের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৩০ রানে, ১৫.৩ ওভার খেলে।

