স্পোর্টস ডেস্ক ,২৮ জুলাই।।
ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগে ফরোয়ার্ড ও টাউন ক্লাবের ম্যাচ শেষ হয় অমীমাংসিত ভাবে। ম্যাচ কোনো ফয়সালা না হওয়াতে চাপে পড়ে গিয়েছে শিল্ডের চ্যাম্পিয়ন ফরোয়ার্ড ক্লাব।
সোমবার সন্ধ্যায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ফ্লাড লাইটে অনুষ্ঠিত ম্যাচে প্রত্যাশিত ভাবেই এগিয়ে গিয়েছিল ফরোয়ার্ড ক্লাব।ম্যাচের প্রথম আর্ধের ৩৯ মিনিটের মাথায় দলের হয়ে টাউন ক্লাবের জালে বল জড়িয়ে দেন সিমথা মিলস। তখন ফরোয়ার্ড ক্লাব ১-০ এগিয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারিনি ফরোয়ার্ড।ম্যাচের ৮৫ মিনিটের মাথায় টাউন ক্লাবের পক্ষে আপাজিত ত্রিপুরা গোল করে দলকে সমতায় ফিরিয়ে আনেন। ম্যাচের শেষ দিকে টাউন ক্লাবের রক্ষণভাগের ফুটবলারদের ভেদ করতে ব্যর্থ হয় ফরোয়ার্ড ক্লাবের স্ট্রাইকাররা। স্বাভাবিকভাবেই ম্যাচ শেষ হয় ১-১ গোলে। ফলে এই ম্যাচ থেকে ফরোয়ার্ড টাউন ক্লাব উভয়ই ১-১ পয়েন্ট ঘরে তুলে।