স্পোর্টস ডেস্ক,১৮ অক্টোবর।।
কর্নেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটে ত্রিপুরা দলের সূচনা পরাজয়ের মধ্য দিয়ে। মধ্যপ্রদেশের কাছে আট উইকেটের বড় ব্যবধানে হেরে প্রথম ম্যাচ থেকেই পয়েন্ট খোয়ানো শুরু হয়েছে ত্রিপুরার। ব্যাটিং ব্যর্থতার দায়ে মূলতঃ ভুগছে ত্রিপুরার ব্যাটার্সরা। কেননা প্রথম ইনিংসে ২৮৬ রান সংগ্রহ করলেও দ্বিতীয় ইনিংসে সেই ত্রিপুরা দল মাত্র ১২৮ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। স্বাভাবিক কারণে প্রথম ইনিংসে ১০ রানে পিছিয়ে থাকলেও মধ্যপ্রদেশ শেষ পর্যন্ত ৮ উইকেটে জয় ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে। প্রথম ইনিংসে ত্রিপুরা দলের সপ্তজিৎ দাসের ৯৮ রান এবং আনন্দ ভৌমিকের ৬৩ রান উল্লেখযোগ্য ছিল। তবে দুই ইনিংসে সেন্টু সরকারের যথাক্রমে ৭০ রান ও ৪৭ রান যুক্তিযুক্ত মনে হলেও অন্যদের ব্যাটিং ব্যর্থতায় প্রথম ম্যাচ থেকে হারের মুখ দেখতে হয়েছে। চার দিনের ম্যাচ তিনদিনেই শেষ করে মধ্যপ্রদেশ ত্রিপুরা কে আট উইকেটে হারিয়ে পুরো ৬ পয়েন্ট অর্জন করে নিয়েছে। গ্রুপের অন্য খেলায় মহারাষ্ট্র ১০ উইকেট এর ব্যবধানে সৌরাষ্ট্রকে হারিয়ে বোনাস সহ ৭ পয়েন্ট অর্জন করে নিয়েছে।
