স্পোর্টস ডেস্ক,১৫ ডিসেম্বর।।
         আশঙ্কা সত্যে পরিণত হলো। আসর শুরু হওয়ার আগে মাঝ মাঠের দুর্বলতা নিয়ে দুশ্চিন্তা দেখা গিয়েছিল রাজ্য দলের শিবিরে। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী মণিপুরের বিরুদ্ধে সেই দুর্বলতা আবার লক্ষ্য করা গেল। ঘরের মাঠে বিধ্বস্ত হল ত্রিপুরা। শক্তিশালী মণিপুরের বিরুদ্ধে। মাঝমাঠের দুর্বলতার জন্য চাপ বাড়ে রক্ষণভাগে। আর তাতে ভেঙ্গে চুরমার হয়ে যায় রাজ্য দলের রক্ষণভাগ। ওই সুযোগের পুরো ফায়দা তুলে ত্রিপুরার জাল ৫বার নারিয়ে দেয় মনিপুর। ৭৯ তম সন্তোষ ট্রফি ফুটবলের ‘ ডি ‘ গ্রুপের দ্বিতীয় ম্যাচে। ঘরের মাঠে চেনা পরিবেশে ত্রিপুরার ফুটবলাররা শক্ত প্রতিরোধ গড়ে তুলবেন মনিপুরের বিরুদ্ধে ওই আশায় বুক বেঁধেছিলেন রাজ্যের ফুটবলপ্রেমীরা। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই উমাকান্ত মিনি স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন ফুটবলপ্রেমীরা। কার্যত হতাশ হয়ে মাঠ ছাড়তে হয়েছে ফুটবলপ্রেমীদের। মণিপুরের বিরুদ্ধে অনেকটা বিনা লড়াইয়েই ৫-১ গোলে হারলো ত্রিপুরা। মাঝ মাঠের দুর্বলতার পাশাপাশি আক্রমণ ভাগেও সেই তেজী ভাব লক্ষ্য করা যায়নি। পাশাপাশি অত্যাধিক বল পায়ে রেখে খেলতে গিয়ে নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছেন ত্রিপুরার ফুটবলাররা। নতুবা ব্যবধান আরও কমতে পারতো এমন আশা ছিল। প্রথম ম্যাচেই পরাজিত হওয়ায় মানসিকভাবে অনেকটাই পিছিয়ে পড়ল রাজ্য দল। ওই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো কঠিন মনে করা হচ্ছে। পাশাপাশি গ্রুপ থেকে বেরোনোর স্বপ্ন কার্যত বিলীন হয়ে গেল। তারপরও ত্রিপুরার কোচ স্পষ্টভাবে জানিয়ে দেন পরের ম্যাচগুলিতে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে ছেলেরা। ত্রিপুরার পক্ষে একমাত্র গোলটি করেন অমিত জমাতিয়া। মনিপুর প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল। খেলা পরিচালনা করেন সীমন্ত কাহার।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *