স্পোর্টস ডেস্ক, ২১ জানুয়ারি।।
পয়েন্টের বিচারে ত্রিপুরা থেকে অনেকটাই এগিয়ে উত্তরাখণ্ড। তারপরও সফররত দলকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে বদ্ধপরিকর ত্রিপুরা। তা মাথায় রেখেই আজ থেকে ঘরের মাঠে উত্তরাখণ্ডের মুখোমুখি হতে চলেছে ত্রিপুরা। রঞ্জি ট্রফি ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ওই ম্যাচটি ত্রিপুরা দলের অধিনায়ক মনিশঙ্কর মুড়া সিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। ১০০ ম্যাচ খেলার মাইলস্টোন আজ ছুঁতে চলেছে জনজাতি ওই ক্রিকেটারটি। রাজ্য দলের প্রতিটি ক্রিকেটার চাইছেন এই ম্যাচটি মনি শংকর মুরাসিং এর জন্য স্মরণীয় করে রাখতে। সেই লক্ষ্যে প্রতিটি ক্রিকেটারই বিপক্ষকে চিরে খেতে ছাপাবে বলে স্পষ্টভাবেই জানিয়ে দেন। দু দলই বুধবার শেষ প্রস্তুতি সেরে নেয়। সকালের ঠান্ডা আবহাওয়া জোরে বোলারদের সহায়ক। তা মাথায় রেখে দু’দলের অধিনায়কই চাইছেন টসে জয়লাভ করলে প্রথমে বিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানাতে। মরশুমে ঘরের মাঠে বাংলা এবং অসমের বিরুদ্ধে সাফল্য পেয়েছিল ত্রিপুরা। পারবে কি উত্তরাখণ্ডের বিরুদ্ধেও সাফল্য পেতে ?ওই প্রশ্ন ক্রিকেট প্রেমীদের। আশাবাদী রাজ্য দলের প্রতিটি ক্রিকেটার। এদিকে প্রায় আড়াই ঘণ্টা অনুসরণ করেন ত্রিপুরার ক্রিকেটাররা। শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে নেটে অনুশীলন করতে দেখা যায় ত্রিপুরার ক্রিকেটারদের।

