স্পোর্টস ডেস্ক,৬ জানুয়ারি।।
আবারও হারলো ত্রিপুরা। এবার পয়েন্টে পিছিয়ে থাকা তামিলনাড়ুর বিরুদ্ধে। ব্যাটসম্যানদের ব্যর্থতায়। বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে । আমাদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা পরাজিত হয় ৫৪ রানে। তামিলনাড়ুর গড়া ২৫৯ রানের জবাবে ত্রিপুরা ২০৫ রান করতে সক্ষম হয়। আসরে ৬ ম্যাচ খেলে ৪ টি ম্যাচে পরাজিত হয়েছে ত্রিপুরা। এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে তামিলনাড়ু নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৯ রান করে। প্রাথমিক বিপজয় কাটিয়ে দলকে টেনে তুলেন আন্দ্রে সিদ্ধার্থ এবং বি ইন্দ্রজিৎ। তৃতীয় উইকেটে ওই জুটি ১১৭ বল খেলে ১০৩ রান যোগ করে দলকে অক্সিজেন দেন। সিদ্ধার্থ ৮৬ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭০ এবং ইন্দ্রজিৎ ৬২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৪৮ রান করেন। এর পর এস মহামেদ আলী ৪৭ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬, বুপাঠী বৈষ্ণ কুমার ৪০ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ২৭ রান এবং ভি এস কার্তিক ৩০ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ৩৫ রান করেন। ত্রিপুরার পক্ষে মনি শংকর মুড়া সিং ৫০ রানে ২ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে শুরু থেকেই ব্যাটিং ব্যর্থতাই চাপে পড়ে যায় রাজ্য দল। শেষ পর্যন্ত ২০৫ রান করতে সক্ষম হয়। ত্রিপুরার পক্ষে ওপেনার তেজস্বী জয়শ্বল ৫৬ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৫, মনি শংকর ৪৩ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৩, রজত দে ৪৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩৯ এবং সেন্টু সরকার ৪০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন। তামিলনাড়ুর পক্ষে গুরুষ্পনীত ২৬ রানে ৬ টি উইকেট দখল করেন।৮ জানুয়ারি ত্রিপুরার প্রতিপক্ষ ঝাড়খন্ড।

