স্পোর্টস ডেস্ক,১ জানুয়ারি।।
       শক্তিশালী কর্নাটকের বিরুদ্ধে মাঠে নামার আগে বিশ্রাম দেওয়া হলো ত্রিপুরার ক্রিকেটারদের। ৩ জানুয়ারি গ্রুপের শীর্ষে থাকা কর্নাটকের মুখোমুখি হবে পঞ্চম স্থানে থাকা ত্রিপুরা। বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। আপাতত চার ম্যাচ খেলে সবকটি ম্যাচে জয়লাভ করে কর্ণাটক পয়েন্ট তালিকায় শীর্ষে থাকলেও রান রেটে মধ্যপ্রদেশের পেছনে রয়েছে। ১৬ পয়েন্ট নিয়ে। আট পয়েন্ট নিয়ে ত্রিপুরা রয়েছে পঞ্চম স্থানে। ফলে শক্তির বিচারে ত্রিপুরা থেকে কর্ণাটক আনেকটা এগিয়েই মাঠে নামবে। শেষ ম্যাচে মধ্যপ্রদেশের বিরুদ্ধে দুরন্ত লড়াই করলেও শেষ পর্যন্ত হারতে হয়েছিলো ত্রিপুরাকে। এক সময় ত্রিপুরার রান ৩০০ গুন্ডি পার করার সম্ভাবনা দেখা দিয়েছিলো। কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যানরা তা করতে পারেনি। শেষ পর্যন্ত ত্রিপুরা রাম গুটিয়ে গিয়েছিলো ২৮৬ রানে। ত্রিপুরা যদি আরো ৩০ রান স্কোর বোর্ডে যোগ করতে পারতো তাহলে হয়তোবা মধ্যপ্রদেশ জয়ের স্বপ্ন পূরণ হতো। তবে ত্রিপুরার ক্রিকেটাররা যথেষ্ট আশাবাদী কর্নাটকের বিরুদ্ধে সাফল্য পাওয়া নিয়ে। এদিকে মধ্যপ্রদেশে তাকিয়ে থাকবে ত্রিপুরা কর্ণাটকের ম্যাচের দিকে। ওই ম্যাচে ত্রিপুরা জয় পেলে কিছুটা সুবিধা পেয়ে যাবে মধ্যপ্রদেশ। তাই মধ্যপ্রদেশ ওই ম্যাচে সাপোর্ট করবে ত্রিপুরাকে। বৃহস্পতিবার বিশ্রাম দেওয়া হলেও শুক্রবার কর্ণাটক ম্যাচের প্রস্তুতি সেরে নেবেন মনি শংকর মুড়া সিং- রা। রাজ্য দলের মূল সমস্যা হচ্ছে হনুমা বিহারী না থাকায়। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হনুমা এখন ত্রিপুরা দলের বাইরে।‌


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *