স্পোর্টস ডেস্ক,২০ আগস্ট।।
আর্থিক জরিমানা করা হলো কল্যাণ সমিতিকে। বুধবার রাজ্য ফুটবল সংস্থার গভর্ণিং বডির সভায় ওই সিদ্ধান্ন নেওয়া হয়েছে। ব্লাড মাউথের বিরুদ্ধে ম্যাচ শেষে রেফারির উপর আক্রমণ করেছিলেন কল্যাণ সমিতির সমর্থকরা। ভেঙ্গে ছিলেন রেফারি সংস্থার ঘরের জানালার কঁাচ। এনিয়ে রেফারির রিপোর্টের পরিপেক্ষিতে এদিন হয় গভর্ণিং বডির সভা। তাতে কল্যাণ সমিতির ওই ঘটনার নিন্দা জানানো হয়। আগামীদিনে যাতে কোনও ক্লাবের সমর্থকরা এধরনের ঘটনা না ঘটায় তারজন্য কড়া সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব রাখা হয়। শেষে সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত হয় কল্যাণ সমিতিকে ২৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হবে। এদিকে কল্যাণ সমিতির পক্ষ থেকে ওই দিনের ঘটনার জন্য দু:খ প্রকাশ করা হয়েছিলো। এমনকি রাজ্য ফুটবল সংস্থার কর্তাদের কাছেও দু:খ প্রকাশ করেচিলেন। তাই এদিন সতর্ক করা হয় ওই ক্লাবের কর্তাদের। এদিকে বরখাস্ত ফুটবলার পারভেজ ভুঁইয়ার ইস্যু নিয়েও এদিন বিস্তর আলোচনা হয়। একটি ক্লাবের থেকে দাবি করা হয়েছিলো ফুটবল ফেডারেশনের স্টেটাশ কমিটি পারভেজের পক্ষে সাওয়াল করেছেন। কিন্তু সিদ্ধান্ত হয় ফেডারেশনে অ্যাপিল করবে এনিয়ে রাজ্য সংস্থা। পাশাপাশি ফেডারেশন থেকে যতদিন সবুজ সংকেত পাওয়া না যায় ততদিন সি আর এস করতে পারবেন না পারভেজ। সভা শেষে একথা জানান রাজ্য ফুটবল সংস্থার সচিব অমিত চৌধুরি।
