স্পোর্টস ডেস্ক, ২৬ জুলাই।।
     জাতীয় গেমসের আসর বসতে যাচ্ছে ত্রিপুরায়।‌ তিনটি ইভেন্টের আবেদন রয়েছে ত্রিপুরার পক্ষ থেকে। আশা করা হচ্ছে অন্ততপক্ষে এক বা একাধিক জাতীয় গেমসের আসর আসন্ন সময়ে বসতে যাচ্ছে ত্রিপুরায়। শুক্রবার এ বিষয়ে প্রস্তুতি কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ত্রিপুরা থেকে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল সুজিত রায় ও ক্রীড়া দপ্তরের সচিব ড. প্রদীপ চক্রবর্তী এবং উপ অধিকর্তা বিপ্লব দত্ত প্রমুখ  উপস্থিত ছিলেন। বৈঠকে জাতীয় গেমস এর আসর আয়োজনের পাশাপাশি উত্তর পূর্বের
সাত রাজ্যের সম্মিলিত নর্থইস্ট গেমসের আয়োজন ও ত্রিপুরায় করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী এবার এই গেমস ত্রিপুরায় হওয়ার পালা। গত বছর অর্থাৎ ২০২৪ এ নাগাল্যান্ডে অনুষ্ঠিত এই নর্থইস্ট গেমসের অন্তিম দিনে এসোসিয়েশনের পক্ষ থেকে ত্রিপুরার নাম ঘোষণা করা হয়েছিল। তবে জাতীয় গেমস এবং নর্থইস্ট গেমসের পুরো বিষয় পর্যবেক্ষণ করতে আগামী ১৫ই আগষ্টের পর নির্দিষ্ট পর্যবেক্ষকদল আসবেন। পরে ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের সঙ্গে বৈঠকে ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে কতটুকু কি করা যায় সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আশা করা হচ্ছে অচিরেই রাজ্যে জাতীয় গেমস অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এ বিষয়ে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল সুজিত রায় কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *