ডেস্ক রিপোর্টার, ১জুলাই।।
রাজ্যের পর্যটন মানচিত্রে যুক্ত হতে চলছে আরোও একটি পালক।উদয়পুরের বনদোয়ারে রাজ্যের পর্যটন দপ্তরের উদ্যোগে ৯৭.৭০ কোটি টাকা ব্যয় করে নির্মিত হবে ৫১ শক্তিপীঠের অবিকল প্রতিরূপ।মন্দিরনগরী উদয়পুরে আগামী ১০ জুলাই এই প্রকল্পের ভূমি পূজন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এর প্রস্তুতি খতিয়ে দেখতেই মঙ্গলবার বনদোয়ারের সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

সঙ্গে ছিলেন গোমতী জেলা শাসক, পর্যটন দপ্তরের অধিকর্তা ও অন্যান্য আধিকারিকরা। মন্ত্রী সুশান্ত চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এই খবর নিশ্চিত করেছেন।একই সঙ্গে তিনি জানিয়েছেন, নব আঙ্গিকে এবং নবরূপে সেজে উঠেছে সতীর একান্ন পীঠের অন্যতম উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দির। এই সংক্রান্ত ছবিও তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দিয়েছেন।