স্পোর্টস ডেস্ক, ২৯ অক্টোবর।।
             প্রত্যাশিতভাবে পরাজয়ের হ্যাটট্রিক করলো ত্রিপুরা। বুধবার শক্তিশালী মুম্বাইয়ের বিরুদ্ধে ১০ উইকেটে পরাজিত হলো ত্রিপুরা। অনূর্ধ্ব ১৯ বালিকাদের টি-টোয়েন্টি জাতীয় ক্রিকেটে। নাগপুরের লেডি অমৃত বাই দাগা কলেজ মাঠে অনুষ্ঠিত ম্যাচে শক্তিশালী দলের বিরুদ্ধে তেমন কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি ত্রিপুরার ক্রিকেটাররা। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ত্রিপুরা নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে ৯৩ রান করে। দলের পক্ষে ওপেনার অস্মিতা দেবনাথ ২৬ বল খেলে পাঁচটি বাউন্ডারি সাহায্যে ২৪, অভিধা বর্ধন ২২ বল খেলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ২২, দেবশ্রীতা চৌধুরী ১৫ বল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ এবং এঞ্জেল পাল ৩৬ বল খেলে দুটি বাউন্ডারি সাহায্যে ১৬ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান তেমন ভাবে রুখে দাঁড়াতে পারেননি। মুম্বাইয়ের পক্ষে কৃত্তিকা যাদব ১৮ রানে এবং জয়া ১৯ রানে দুটি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ত্রিপুরার বোলারদের সামনে শুরু থেকেই মারমুখী মেজাজে ছিলেন মুম্বাইয়ের দুই ওপেনার সানমাইয়া উপাধ্যায় এবং হির। ওই জুটি শুরু থেকেই ত্রিপুরার বোলারদের উপর চড়াও হয়েছেন। শেষ পর্যন্ত ৫৬ বল খেলে কোনও উইকেট না হারিয়ে মুম্বাইয়ের জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সানমাইয়া ৩৫ বল খেলে দশটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৬ রানে এবং হির ২২ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ২৬ রানে অপরাজিত থেকে যান। ৩১ অক্টোবর ত্রিপুরা চতুর্থ ম্যাচ খেলবে শক্তিশালী বাংলার বিরুদ্ধে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *