তেলিয়ামুড়া ডেস্ক, ২ এপ্রিল।।
খেলার মাঠে দুই সিনিয়র মহিলা ক্রিকেটারের সংঘর্ষ কেন্দ্র করে তপ্ত তেলিয়ামুড়ার ক্রিকেট মহল। ঘটনা মঙ্গলবার দুপুরে ভগৎ সিং মিনি স্টেডিয়ামে।ক্রিকেটারদের ফ্রী স্টাইলে রক্তাক্ত হয়েছেন একজন। নাম সোমা পাল। রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া হাসপতালে। অভিযুক্ত মহিলা ক্রিকেটার প্রিয়াঙ্কা দাসের বিরুদ্ধে দায়ের করা হয় মামলা।
প্রাপ্ত খবর অনুযায়ী, মাঠে অনুশীলনের সময় আচমকা কোনো একটি বিষয় নিয়ে দুই মহিলা ক্রিকেটার সোমা ও প্রিয়াঙ্কা বাকবিতণ্ডায় জড়িয়ে যান। এক সময় পরিস্থিতি উত্তপ্ত হলে সংঘর্ষে জড়িয়ে যায় উভয়েই।তখন প্রিয়াঙ্কার পাঞ্চে নাকে আঘাত লাগে সোমার। মাঠের ঝরতে থাকে রক্ত। এই ঘটনা দেখে স্তম্ভিত হয়ে যায় মাঠে উপস্থিত অন্যান্য ক্রিকেটার ও কোচ। সঙ্গে সঙ্গে সোমা পালকে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া হাসপাতাল। কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়। এরপর সোমা পাল স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেন।
আহত ক্রিকেটার সোমা পালের ভাই প্রসূন পালের অভিযোগ, এদিন অনুশীলনের সময় প্রিয়াঙ্কা দাস জিজ্ঞাসা করেন, সোমা কেন জুনিয়র ক্রিকেটারদের কাছে তার নামে বিভিন্ন ধরনের কটু মন্তব্য করেছেন।” এই প্রশ্ন উত্থাপিত করেই সোমার উপর হামলা করে প্রিয়াঙ্কা ও তার সহযোগীরা।
প্রিয়াঙ্কা দাসের পাল্টা অভিযোগ, খেলা সংক্রান্ত বিষয় নিয়ে সোমা পাল তার উপর হামলা করে। সোমা তার ভাইয়ের সামনেও মারধর করেন। তবে এই ঘটনা কেন্দ্র করে ক্রিকেট মহলে নিন্দার ঝড়। সিনিয়ির মহিলা ক্রিকেটারদের এই আচরণে নাক কাটা গিয়েছে রাজ্য ক্রিকেট অভিভাবক সংস্থার।
#Tripura #Teliamura #women #Cricket #TSN