ডেস্ক রিপোর্টার ,১৪ অক্টোবর।।
হঠাৎ করেই রাজধানীতে বাড়ছে চোরের হিড়িক। প্রতি রাতে চোর চক্রের পান্ডারা করছে হাত সাফাই।গৃহস্তের ঘর থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থানে নির্দ্ধিধায় চুরি কার্য সম্পন্ন করছে দুষ্কৃতীরা। এই দৃশ্য রাজধানী সহ বিভিন্ন জেলা ও মহকুমা শহর গুলিতে চলছে অবিরাম।পরিষ্কার ভাবে বলতে গেলে, রাতের ত্রিপুরায় বেআব্রু পুলিশি নিরাপত্তা ব্যবস্থা।
সম্প্রতি শহরের বিজয় সংঘ পুকুর পাড়ের বাসিন্দা পার্থ লস্করের বাড়ি ও রাম ঠাকুর বালিকা বিদ্যালয় থেকে চুরি করেছিল নিশি কুটুম্বরা। তারা নগদ টাকা সহ গুরুত্ব পূর্ণ জিনিস নিয়ে যায়। এই চুরির ঘটনার সঙ্গে জড়িত দুই চোরকে গ্রেফতার করেছে শহরের পূর্ব থানার পুলিশ।জানিয়েছেন থানার ওসি সুব্রত দেবনাথ।
