আগামী নির্বাচনে পশ্চিম বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় এলে লাভ জিহাদ ও ব্যভিচারের বিরুদ্ধে নতুন আইন প্রণয়ন করা হবে।
।।দুই রাষ্ট্র্বাদী সংগঠনের বিলি করা লিফলেট।।
বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের বিলি করা লিফলেট এ দাবি করা হয়েছে, “ভ্যালেন্টাইন ডে” ভারতীয় সংস্কৃতির পরিপন্থী।এদিনই কোনো প্রেমিক যুগল যেন খোলা জায়গাতে এক সঙ্গে ঘোরাঘুরি না করে।তাদেরকে দৃষ্টি কটুর অবস্থায় পাওয়া গেলে ধরে বিয়ে করিয়ে দেওয়া হবে।
ডেস্ক রিপোর্টার,১৪ ফেব্রুয়ারি।। আজ ১৪ ফেব্রুয়ারি ‘ভ্যালেন্টাইন ডে’। এই দিনে হুলিয়া জারি করেছে রাষ্টবাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল! এই দুই সংগঠনের নাম দিয়ে একটি লিফলেট বিলি করা হয়েছে পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে । বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের বিলি করা লিফলেট এ দাবি করা হয়েছে, “ভ্যালেন্টাইন ডে” ভারতীয় সংস্কৃতির পরিপন্থী।এদিনই কোনো প্রেমিক যুগল যেন খোলা জায়গাতে এক সঙ্গে ঘোরাঘুরি না করে।তাদেরকে দৃষ্টি কটুর অবস্থায় পাওয়া গেলে ধরে বিয়ে করিয়ে দেওয়া হবে।
বাঙালি যুবক যুবতীদের চরিত্র উন্নয়নের জন্য নানা রকম ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে।
আগামী নির্বাচনে পশ্চিমবাংলায় বিজেপি সরকার ক্ষমতায় এলে লাভ জিহাদ ও ব্যভিচারের বিরুদ্ধে নতুন আইন প্রণয়ন করা হবে এবং বাঙালি যুবক যুবতীদের চরিত্র উন্নয়নের জন্য নানা রকম ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে।এই মর্মে গোটা পশ্চিম বাংলায় লিফলেট জারি করে যুবক-যুবতীদের সতর্ক করা হয়েছে।তবে বাংলার বিভিন্ন প্রান্তে বিলি করা লিফলেটে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কোন কর্মকর্তাদের স্বাক্ষর নেই।বা এই বিষয়ে এ দুটি রাষ্ট্রবাদী সংগঠনের পক্ষ থেকে কোনরকম আনুষ্ঠানিক বিবৃতিও দেওয়া হয়নি।
বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের এই ধরনের কার্যকলাপ অপরাধের সামিল এবং সংবিধান বিরোধী।
বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের দাবি, পূর্ব পরিকল্পিতভাবে এ কাজ সংগঠিত করেছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। তারা যুবক-যুবতীদের স্বাধীনতা হরণ করার নীল নকশা তৈরি করেছে । বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের এই ধরনের কার্যকলাপ অপরাধের সামিল এবং সংবিধান বিরোধী। এই সংক্রান্ত লিফলেটের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলার কংগ্রেস ও কমিউনিস্ট নেতৃত্ব। “ভালোবাসার দিনে”- দুই রাষ্ট্রবাদী সংগঠনের এই ধরনের লিফলেট বিলির ঘটনায় তপ্ত হয়ে উঠেছে বাংলার রাজনীতি। কে বা কারা এই ধরনের লিফলেট বিলি করেছে তা খতিয়ে দেখছে মমতার পুলিশ।