ডেস্ক রিপোর্টার, ১৯ জুলাই।।
” ভাজপা যেখানে বাংলার সন্মান সেখানে। বাংলা ভাজপার প্রেরণা, পরম্পরা। বাংলার প্রতি পূর্ণাঙ্গ সন্মান রয়েছে ভাজপার।” বক্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বাংলার দূর্গাপুর সফরে এসে একথা বলেছেন তিনি। মূলত প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর দূর্গা পুর সফর দিয়ে বাংলার ভোটের দামামা বাজিয়ে দিয়েছেন।
আগামী বছর বাংলার বিধানসভা নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছে বাংলার শাসক দল তৃণমুল কংগ্রেস ও বিরোধী দল বিজেপি। উভয় রাজনৈতিক দল তাদের প্রচার, পাল্টা প্রচার শুরু করেছে। তার অংশ হিসাবেই দূর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর দিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে বাংলার বিজেপি।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভাষণ শুরু করেন, ” জয় কালী,জয় মা দুর্গা” দিয়ে। তিনি বলেন, ভাজপার সঙ্গে বাংলার নারীর টান। এটা একটা পরম্পরা। বাংলার মানুষ ভাজপার উপর আস্থাশীল।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্যামা প্রসাদ মুখার্জীর প্রসঙ্গ টেনে তুলে ধরেন। জন সঙ্ঘ থেকে আজকের বিজেপির জার্নির সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে আলোচনা করেন তিনি।
তৃণমুল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করে মোদী বলেন, তৃণমূল বাংলার ঐতিহ্যকে নষ্ট করে দিচ্ছে। মমতার হাতে আরো কিছুদিন বাংলার ক্ষমতা থাকলে রাজ্যটি শেষ হয়ে যাবে। তাই বাংলাকে বাঁচানোর জন্য ভাজপা বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
