বিপ্লব কুমার দেব তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, “শত প্রতিবন্ধতা ও হুমকিকে উপেক্ষা করে দক্ষিন কলকাতার বেহালার পরিবর্তন সংকল্প সভায় বিপুল উপস্থিতি দেখে ক্ষমতা হারানোর আতঙ্কে ভীত সন্ত্রস্ত টিএমসি।অপশাসন মুক্ত হয়ে পশ্চিমবঙ্গে মোদীজির সুযোগ্য নেতৃত্বে মুক্তির সূর্যোদয় ও পশ্চিমবঙ্গবাসীর সরকার প্রতিষ্ঠা শুধু সময়ের অপেক্ষা ।”
ডেস্ক রিপোর্টার,২৫ জানুয়ারি।।
তপ্ত বাংলার রাজনীতি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের সভা মঞ্চে আগুন।অভিযোগের তীর মমতার তৃণমূলের গুণ্ডা বাহিনীর দিকে। ঘটনা রবিবার রাতে দক্ষিণ কলকাতার বেহেলার সাখের বাজারে। বিপ্লব কুমার দেব বাংলার বিজেপির সহকারী পর্যবেক্ষকের দায়িত্ব পালন করছেন।
খবর অনুযায়ী, রবিবার বিকালে বেহেলা সখের বাজারে বিজেপির নির্বাচনী সভা ছিলো। এই সভায় মুখ্য বক্তা ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। বিজেপির অভিযোগ, সভা শুরুর সঙ্গে সঙ্গেই তৃণমূল কংগ্রেসের গুণ্ডারা ঝামেলা পাকাতে থাকে।নির্বিচারে করে ভাঙচুর। এই উত্তেজনার মধ্যেই বিপ্লব কুমার দেব তাঁর ভাষণ দেন। এবং ভাষণ শেষ করে মঞ্চ থেকে নামার কয়েক মিনিটের মধ্যেই সভা মঞ্চে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় গোটা বাংলা সহ ত্রিপুরার রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে পড়েছে।

বিপ্লব কুমার দেব তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, “শত প্রতিবন্ধতা ও হুমকিকে উপেক্ষা করে দক্ষিন কলকাতার বেহালার পরিবর্তন সংকল্প সভায় বিপুল উপস্থিতি দেখে ক্ষমতা হারানোর আতঙ্কে ভীত সন্ত্রস্ত টিএমসি।অপশাসন মুক্ত হয়ে পশ্চিমবঙ্গে মোদীজির সুযোগ্য নেতৃত্বে মুক্তির সূর্যোদয় ও পশ্চিমবঙ্গবাসীর সরকার প্রতিষ্ঠা শুধু সময়ের অপেক্ষা ।”
বিপ্লব কুমার দেবের সভায় মঞ্চে আগুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে ত্রিপুরার বিজেপি। পাল্টা হামলার আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
গত কয়েকমাস আগে বাংলায় বিজেপির সাংসদ – বিধায়ক আক্রান্ত হওয়ার ঘটনার আঁচ লেগেছিল ত্রিপুরায়। বিজেপির ক্ষুব্ধ নেতা – কর্মীরা হামলা করেছিল আগরতলার চিত্তরঞ্জন রোডস্থিত প্রদেশ তৃণমূল কংগ্রেসের অফিসে।

