ডেস্ক রিপোর্টার,৬ ডিসেম্বর।।
বাংলার বরখাস্ত তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীর তাঁর কথা রাখলেন । শনিবার তিনি মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন।
রীতিমত হুমকি সুরে হুমায়ূন বলেন, “একটি ইটও কেউ সরাতে পারবে না, কারণ বাংলার ৩৭ শতাংশ মুসলিম সম্প্রদায়ের মানুষ যে কোনো মূল্যে বাবরি মসজিদ তৈরি করবে। কবীরের কথায়, উপাসনালয় নির্মাণ সাংবিধানিক অধিকার। অন্যরা মন্দির, গির্জা নির্মাণ করতে পারলে, আমরা কেন মাসজিদ নির্মাণ করতে পারবো না।মুসলিমরা বাবরি মসজিদ তৈরি করতে পারব না। একথা সংবিধানে লেখা নেই। তাই তিনি কোনো অসাংবিধানিক কাজ করছেন না বলেই মন্তব্য কবীরের।
কবীর বলেন,সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছিল যেখানে বলা হয়েছিল যে হিন্দুরা বাবরি মসজিদ ভেঙে দিয়েছে। হিন্দুদের ভাবাবেগের কথা মাথায় রেখে এখানে মন্দির তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন আমরা দেখছি বাংলার সাগরদিঘিতে কেউ রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করছে। সংবিধান আমাদেরকেও মসজিদ তৈরির অনুমতি দিয়েছে।
হুমায়ূন কবীর বলেন , বাংলার বুকে বাবরি মসজিদের জন্য ৩০০ কোটি টাকার বাজেট রাখা হয়েছে। এখানে একটি হাসপাতাল, গেস্টহাউস এবং সভাকক্ষও থাকবে। বহিষ্কৃত তৃণমূল বিধায়ক কবীর বলেন, “এটি মুসলমানদের প্রতিশ্রুতি।বাবরি মসজিদ তৈরি হবেই, হবেই, হবেই।”রাজনীতিকরা বলছেন, হুমায়ূনের এই সিদ্ধান্তে চাপে মমতার তৃণমূল। কারণ তৃণমুল কংগ্রেসের ভোট ব্যাংকেই প্রভাব ফেলবে হুমায়ূন।নেপথ্যে থাকতে পারে বড় খেলাও।

