ডেস্ক রিপোর্টার,১৮ আগস্ট।।
পশ্চিমবঙ্গের যে পরিযায়ী শ্রমিকরা ফিরে আসবেন, তাঁদের আর্থিক সহায়তা প্রদান করার ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, যে পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরে আসবেন, তাঁদের ভ্রমণ সহায়তা-সহ এককালীন ৫,০০০ টাকা দেওয়া হবে। সেইসঙ্গে পুনর্বাসন ভাতা হিসেবে এক বছর প্রত্যেক পরিযায়ী শ্রমিককে প্রতি মাসে ৫,০০০ টাকা দেবে রাজ্য সরকার।
সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা জানান, পরিযায়ী শ্রমিকদের ভাতা দেওয়ার প্রকল্পের নামকরণ করা হয়েছে ‘শ্রমশ্রী’। কেন সেই প্রকল্প শুরু করা হচ্ছে, সেটাও ব্যাখ্যা করেন মমতা। বাংলার মুখ্যমন্ত্রী জানান, মূলত বিজেপি-শাসিত রাজ্যে যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে, তাঁদের মারধর করা হচ্ছে, সেটার কথা মাথায় রেখে ঘরের ছেলেরা যাতে ঘরে ফিরে আসেন, সেই চেষ্টা করা হচ্ছে।
