স্পোর্টস ডেস্ক,২৪ আগস্ট।।
           ২০২৭-এর পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকায়। তবে শুধু দক্ষিণ আফ্রিকা নয়। আরও দুটি দেশে বসবে বিশ্বকাপের আসর। মোট ম্যাচ সংখ্যা ও সে দেশের ৮টি ভেন্যু জানিয়ে দিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট সংস্থা।
        ২০২৭-র ওয়ানডে বিশ্বকাপে হবে মোট ৫৪টি ম্যাচ। তার মধ্যে ৪৪টি ম্যাচ হবে দক্ষিণ আফ্রিকার আটটি শহরে। কোন কোন শহরে ম্যাচগুলি হবে, তাও জানিয়ে দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, প্রিটোরিয়া, কেপটাউন, ডারবান, কেবেরহা, ব্লোয়েমফোনটেন, ইস্ট লন্ডন ও পার্লে ম্যাচগুলি হবে। অন্যদিকে জিম্বাবোয়ে ৫টি ম্যাচ ও নামিবিয়াতে ৫টি ম্যাচ হবে। ফাইনাল হতে পারে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে।
       দক্ষিণ আফ্রিকার ক্রিকেট সংস্থার প্রধান রিহান রিচার্ডস দক্ষিণ আফ্রিকার ক্রিকেট সংস্থার প্রধান রিহান রিচার্ডস বলছেন, “২৪ বছর পর আইসিসির ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্ট আফ্রিকার মাটিতে ফিরছে। ২০২৭-র বিশ্বকাপকে আমরা ভক্তদের জন্য নতুন অভিজ্ঞতায় সমৃদ্ধ করে রাখতে চাই। যা আফ্রিকার প্রতিনিধিত্ব করার পাশাপাশি গোটা বিশ্বের কাছে ছড়িয়ে যাবে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *