কাঞ্চনপুর ডেস্ক,২৫ জুলাই:

কাঞ্চনপুরের শুকনাছড়া এলাকায় নাবালক অমৃত দাসের হত্যাকারীদের এখনো সনাক্ত করতে পারে নি পুলিশ। হত্যাকাণ্ডের ১২দিন অতিক্রান্ত হলেও অভিযুক্তদের গ্রেফতার তো দূরের কথা “খুনে”র মোডাস অপারেন্ডিরও কোনো ক্লু পায়নি তদন্তকারী পুলিশ। এরফলে কাঞ্চনপুরের মানুষ আস্থা হারিয়ে ফেলেছে স্থানীয় থানা পুলিশের উপর।

নাবালক অমৃত দাস খুনের পর উত্তর জেলার পুলিশ স্থানীয় লোকজনকে প্রতিশ্রুতি দিয়েছিল ৪৮ঘন্টার মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করবে।কিন্তু পুলিশ পুরোপুরি ব্যর্থ।জেলার এসপি ভানুপদ চক্রবর্তী ও তাঁর অধস্তন পুলিশ কর্মীরা অমৃতের খুনিদের টিকির নাগাল পায়নি।প্রসঙ্গত কাঞ্চনপুর শুকনাছড়া থেকে রথ যাত্রার দিনে নিখোঁজ হয়েছিলো নাবালক অমৃত দাস। তিনদিন পর শুকনাছড়ার জল থেকে অমৃত দাসের পচাগলা উদ্ধার করা হয়েছিল। খুনের হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে মৃত নাবালক অমৃত দাসের বাবা সহ স্থানীয় লোকজন ক্রাইম ব্রাঞ্চের তদন্তের দাবি জানিয়ে ছিলো। যদিও এখন পর্যন্ত অমৃত হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব ক্রাইম ব্রাঞ্চকে দেওয়া হয়নি।তদন্ত করছে কাঞ্চনপুর থানার পুলিশ।তদন্তকারী পুলিশ জানিয়েছে, বেশ কয়েকজনকে আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে।কিন্তু তাদের কাছ থেকে অমৃত হত্যা মামলার কোনো ক্লু পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনি কি মিস করেছেন