ডেস্ক রিপোর্টার ৫সেপ্টেম্বর।।
ফের তৃণমূল কংগ্রেসের সভায় দুষ্কৃতির আক্রমণ।ঘটনা রবিবার বিকালে ধলাইয়ের আমবাসাতে।তৃণমূলের অভিযোগের তির বিজেপি’র দিকে। তৃণমূলের পক্ষ থেকে আমবাসা যুব মোর্চার মন্ডল সভাপতি মিন্টু মালাকার সহ আরো কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আমবাসার চন্দ্রাই ছড়ার বাসিন্দা চন্দ্র মগের বাড়িতে তৃণমূল কংগ্রেসের এক ঘরোয়া সভা অনুষ্ঠিত হয়।বিকাল পর্যন্ত চলে সভা।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, দলীয় সভা শেষে হওয়ার আগ মুহূর্তে যুব মোর্চার মন্ডল সভাপতি মিন্টু মালাকারের নেতৃত্বে বাইক বাহিনী হাজির হয় তৃণমূলের ঘরোয়া সভার সামনে।তখনই সামনে দাঁড়িয়ে থাকা বিনোদ দেবনাথের উপর বাইক বাহিনী হামলা করে। বিনদের চিৎকার শুনে বাড়ি থেকে বেরিয়ে আসে তৃণমূলের অন্যান্য কর্মী-সমর্থকরা।এবং পাল্টা প্রতিরোধ গড়ে তুলে।অবস্থা বেগতিক দেখে বিজেপি’র বাইক বাহিনী পালিয়ে যায়।দাবি তৃণমূল কংগ্রেসের।এই ঘটনার পর তৃণমূলের পক্ষ থেকে আমবাসা থানায় মামলা দায়ের করা হয়।এই ঘটনা কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে আমবাসা এলাকায়। সংশ্লিষ্ট ঘটনার প্রেক্ষিতে বিজেপি’র কোনো বক্তব্য পাওয়া জায়নি। এদিন রাতেই আহত বিনোদ দেবনাথের বাড়িতে ছুটে যান তৃণমূলের নেতা আশীষ লাল সিংহ।তাদের সঙ্গে ছিলো তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরাও।তারা বিনোদ দেবনাথের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। ফোনে বিনোদ দেবনাথের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন,তৃণমূল নেত্রী সুস্মিতা দেব।স্থানীয় তৃণমূল নেতা আশীষ লাল সিংহ জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস ছেড়ে কথা বলবে না। তৃণমূল কর্মী-সমর্থকরাও পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে।তবে তৃণমূলের প্রথম সারির জনা দুয়েক নেতার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কর্মীরা।কারণ দূর-দুরান্তে কর্মীরা আক্রান্ত হলে তাদের টিকির নাগাল পাওয়া যায়না বলে অভিযোগ।এক্ষেত্রে অবশ্যই আশীষ লাল সিংহ ব্যতিক্রম।কর্মীরা জানিয়েছে,সাব্রুম থেকে ধর্মনগর যেখানেই কর্মীরা আক্রান্ত হচ্ছে,সেখানেই ছুটে যাচ্ছেন আশীষ লাল সিংহ।এই কারণে দলের ইয়ং ব্রিগেডের কাছে তুলনায় আশীষ লাল সিংহের জনপ্রিয়তা বেশি বলে দাবি তৃণমূল কর্মী-সমর্থকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *