।।কর্পোরেটর অলক রায়।।

ডেস্ক রিপোর্টার, ৪ফেব্রুয়ারি।।
                      আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অলক রায়কে সতর্ক করে দিয়েছেন মেয়র দীপক মজুমদার। খোদ মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহার নির্দেশেই মেয়রের এই পদক্ষেপ।এই যাত্রায় অলক বেঁচে গেলেও আগামী দিনে তার অবস্থা যে আরোও করুন হবে তা বলার অপেক্ষা রাখেনা। কারণ কর্পোরেটর অলক রায়ের বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ জমা পড়েছে খোদ মুখ্যমন্ত্রীর দরবারে। বকলমে তাতে মাথা ব্যথা বাড়ছে মুখ্যমন্ত্রীর। কেন না, নিগমের  ৩৯ নম্বর ওয়ার্ড টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত। এটি মুখ্যমন্ত্রীর নির্বাচনী ক্ষেত্র।


প্রদেশ বিজেপির অন্দর মহলের তথ্য বলছে, নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে বেরিয়ে আসছে সীমাহীন দুর্নীতির অভিযোগ।প্রতিটি ঘটনার সঙ্গে জড়িয়ে যাচ্ছে খোদ কর্পোরেটর অলক রায়। সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকায় জমি কেনা বেচার টু – পাইস থেকে শুরু করে নিগোসিয়েশন বাণিজ্যের কমিশন। বদলির কমিশন, তাও আবার বাম ঘরানার সরকারী কর্মচারীদের। বিভিন্ন সরকারী প্রকল্পের কমিশন বাণিজ্য দেদার ভাবে চলছে। এই সব কিছুর পেছনেই নাকি তাড়া করছে কর্পোরেটর অলকের ভূত।
               স্থানীয় লোকজন কর্পোরেটর অলক রায়ের এই ভূমিকায় ক্ষুব্ধ। তারা বিভিন্ন সময়ে এলাকার বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহার গোচরে নিয়ে গিয়েছে। অলক রায়ের বিরুদ্ধে তারা জমা করেছে লিখিত অভিযোগ। মুখ্যমন্ত্রী এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখেছেন। এবং বেরিয়ে এসেছে খবরের সত্যতা। এরপরই মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা পুর নিগমের মেয়র দীপক মজুমদারকে জরুরী তলব করেন। অলকের বিরুদ্ধে থাকা সমস্ত তথ্য মুখ্যমন্ত্রী মেয়রের হাতে তুলে দেন। এবং দূর্নীতিবাজ কর্পোরেটর অলককে সাবধান করে দেওয়ার বার্তা দেন।


রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বড়দোয়ালী কেন্দ্রের বিধায়ক ডা: মানিক সাহার নির্দেশে মেয়র দীপক মজুমদার  কর্পোরেটর অলককে ডেকে পাঠান। এবং তাকে সাবধান হওয়ার বার্তা দেন।অন্যথায় তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বাধ্য হবেন। স্থানীয় লোকজনের বক্তব্য, অলক রায় তার ওয়ার্ড এলাকায় কিছুদিন পর পর সামাজিক কাজকর্ম করে মানুষের নজর ঘুরিয়ে রাখার চেষ্টা করেন। প্রতিটি কাজেই তিনি আমন্ত্রণ করেন মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রীও এক প্রকার বাধ্য হয়ে সামাজিক অনুষ্ঠানগুলিতে যোগ দেন। তাই বলে মুখ্যমন্ত্রী কিছু বুঝেন না, তা নয়। প্রাপ্ত খবরের ভিত্তিতেই মুখ্যমন্ত্রী মেয়রের মাধ্যমেকর্পোরেটর অলককে কড়া বার্তা দিয়েছেন।
              

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *