ডেস্ক রিপোর্টার,৩রা নভেম্বর।।
এবছর উৎসবে কল্পতরু হয়েছিলো রাজ্য সরকার।সর্বপরি রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।রাজ্যের সরকারী কর্মচারীদের পুজোর অনুদান দিয়েছিলো রাজ্য সরকার।সর্বোচ্চ ২০হাজার টাকা।এবং সর্বনিম্ন ২হাজার টাকা।সরকারী কর্মচারীদের এই অনুদানের ব্যাপক প্রভাব পড়ে রাজ্যের বাজার গুলিতে। কোভিড পরবর্তী পরিস্থিতিতে বাজারগুলির আর্থিক স্থিতি তলানিতে ঠেকে ছিলো।কিন্তু উৎসবে দেওয়া কর্মচারীদের অনুদানের টাকায় ফের স্বাভাবিক ছন্দে ফিরে আসে বাজারের আর্থিক স্থিতি।স্ফীত হয়ে উঠে শহর থেকে গ্রাম-ত্রিপুরার বাজার।ঘটে ব্যবসার শ্রীবৃদ্ধি।জানিয়েছেন রাজ্যের “চেম্বার অফ ট্রেড অফ বিজনেস”র কনভেনার রজত পাল। এইজন্য তিনি রাজ্যের ছয়টি ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ রাজ্য মন্ত্রিসভার সদস্যদের।বুধবার মহারাজগঞ্জ বাজারের বাণিজ্য ভবনে এক সাংবাদিক সম্মেলনে রজত পাল দাবি করেন,উৎসবে রাজ্যের ছোট বাজার গুলিতে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ব্যবসা হয়েছে।আর বড় বাজার গুলিতে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা পর্যন্ত ব্যবসা হয়েছে।তাতে হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখে।কোভিড পরবর্তী পরিস্থিতিতে বাজার ফুলে ফেঁপে উঠার জন্য চেম্বার অফ ট্রেড অফ বিজনেসের নেতৃত্ব মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন।আগামী দিনে রাজ্যের বাজারকে স্ফীত করার জন্য রাজ্য সরকার আরো পদক্ষেপ নেবে বলে আশাবাদী ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *