।ত্রিপুরা ভবনে উপস্থিত লোকজনের সঙ্গে কথোপকথনে মুখ্যমন্ত্রী।

ডেস্ক রিপোর্টার,২৮জুলাই।।
সম্পূর্ণ ব্যতিক্রমী চিন্তাভাবনা। কলকাতা সফরে গিয়ে সরাসরি সল্টলেকস্থিত ত্রিপুরা ভবন পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী আচমকা সল্টলেকস্থিত ত্রিপুরা ভবনে ছুটে যান। সেখানে উপস্থিত লোকজনের সঙ্গে তিনি কথা বলেন। ত্রিপুরা ভবনের পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে সরকারি কর্মচারী সহ ত্রিপুরা থেকে আসা লোকজনের সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। তাদের কোন সমস্যা রয়েছে কিনা তাও জানতে চান তিনি। মুখ্যমন্ত্রী সরাসরি চলে যান সল্টলেক ত্রিপুরা ভবনের খাওয়ার রুমে।

।ত্রিপুরা ভবনের খাওয়ার রুমে মুখ্যমন্ত্রী।

তখন সেখানে উপস্থিত আহাররত ত্রিপুরার লোকজনের সঙ্গে ভবনের খাওয়ার গুণমানের বিষয় নিয়েও পৃথক ভাবে কথা বলেন। এই সংক্রান্ত ছবি মুখ্যমন্ত্রী পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা বলেন,” নানান কাজে ত্রিপুরা থেকে কলকাতায় আসা লোকজনের অবলম্বন সল্টলেকস্থিত ত্রিপুরা ভবন। স্বাভাবিকভাবেই এই ত্রিপুরা ভবনের গুরুত্ব অনেক বেশি। তাই ত্রিপুরা ভবনের পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে যথেষ্ট সচেতন রাজ্য সরকার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *