তেলিয়ামুড়া ডেস্ক, ২৮আগষ্ট।।
পাচার কালে আটক অবৈধ চেরাই কাঠ সহ পাচার কাজে ব্যবহৃত গাড়ি। ঘটনা তেলিয়ামুড়া মহকুমা বনদপ্তরের অধীন কল্যাণপুরের কুঞ্জবন এলাকায়।
জানা যায়, শনিবার সকাল নাগাদ তেলিয়ামুড়া বনদপ্তরের বনকর্মীরা রুটিন পেট্রোলিং -এ বেরিয়ে কল্যাণপুরের কুঞ্জবন এলাকা থেকে একটি অবৈধ চেরাই কাঠ বুঝাই গাড়ি আটক করে। এদিন বন কর্মীরা কল্যাণপুরের কুঞ্জবন এলাকায় রুটিন পেট্রোলিং করার সময় দেখতে পায় টি আর০১পি ১৭৯৩ নম্বরের একটি বোলেরো ট্রাক গাড়ি অবৈধ চেরাই কাঠ বুঝাই করে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু বনকর্মীদের প্রত্যক্ষ করে গাড়িটি পালিয়ে যেতে চেষ্টা করে, সঙ্গে সঙ্গে পেট্রোলিং -এ থাকা বনকর্মীরা গাড়িটিকে পিছু ধাওয়া করে গাড়িটিকে আটক করতে সক্ষম হয়। যদিও কাঠ পাচার কাজে জড়িত গাড়িতে থাকা পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে বন কর্মীরা অবৈধ কাঠ সহ গাড়িটিকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া গামাইবাড়ি স্থিত ফরেস্ট রেঞ্জ অফিসে। জানা যায়, আটককৃত কাঠ সহ গাড়িটির বাজার মূল্য আনুমানিক এক লক্ষাধিক টাকা।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *