ডেস্ক রিপোর্টার, ৬সেপ্টেম্বর।।
            উত্তর জেলার কাঞ্চনপুরে বাম – মথার শিবিরে আছড়ে পড়েছে গেরুয়া ঝড়। সাংসদ রেবতী ত্রিপুরার হাত ধরে উত্থাপিত গেরুয়া ঝড়ে কাবু হাতুড়ির –  কাঁচি ও আনারস শিবির। উভয় শিবির থেকে ৩০০পরিবারের ৯০০ভোটার যোগ দিয়েছে বিজেপিতে। মঙ্গলবার এই মেগা যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে কাঞ্চনপুরেই।দলত্যাগীদের হাতে গেরুয়া পতাকা তুলে দিয়েছেন সাংসদ রেবতী ত্রিপুরা। কাঞ্চনপুরের এই যোগদান সভা নিঃসন্দেহে বিজেপির জন্য তাৎপর্য পূর্ণ।
                আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে বিচরণ করছেন বিজেপির জনজাতি নেতা তথা সাংসদ রেবতী ত্রিপুরা। মূলত পাহাড় রাজনীতিতে রেবতী ত্রিপুরায় এখন গেরুয়া শিবিরের মুখ। তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোরকে নানান ভাবে বিজেপির হয়ে কাউন্টার দিচ্ছেন রেবতী ত্রিপুরায়। রেবতী ত্রিপুরার হাত ধরে পাহাড়ের শক্তিশালী হচ্ছে বিজেপির সংগঠন।
                 নানান কারণে কাঞ্চনপুরের রাজনৈতিক পরিবেশ বেশ জটিল। এখানে রিয়াং শরণার্থী ইস্যু কেন্দ্র করে জাতি – জনজাতিদের মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি হয়েছে।এই পরিস্থিতিতে জাতি – জনজাতিদের বিভেদের বেড়া ভেঙ্গে উভয় সম্প্রদায়ের ভোটারদের গেরুয়া শিবিরের টেনে আনেন। এবং দেন সম্প্রীতির বার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *