
ডেস্ক রিপোর্টার,২৮জুন।।
উল্টো রথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পূর্নার্থীদের মৃত্যু ও জখম হওয়ার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। মুখ্যমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেন। কথা বলেন সরকারি আধিকারিকদের সঙ্গে। ঘটনাস্থল থেকে মুখ্যমন্ত্রী সরাসরি চলে যান কুমারঘাট হাসপাতালে।

সঙ্গে ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিংকু রায় সহ স্থানীয় নেতৃত্ব।ঘটনার খবর শোনার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী রেলে করে ছুটে যান কুমারঘাটে। এই ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার গুলির পাশে থাকবে রাজ্য সরকার।এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার।

এদিকে কুমারঘাটের ঘটনায় গুরুতর আহতদের রেফার করা হয়েছে আগরতলার জিবি হাসপাতালে।তাদের চিকিৎসার খোজ নিতে হাসপাতালে ছুটে গিয়েছেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য।প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ।

প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত সহ অন্যান্য নেতৃত্ব। বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য জানিয়েছেন, ক্ষতিগ্রস্থ পরিবার গুলির পাশে রয়েছে রাজ্য সরকার ও বিজেপি।দলীয় ভাবে তাদের সাহায্য করার জন্য জিবি হাসপাতালে রয়েছেন অনেক কার্য্যকর্তা।

চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের প্রতি মুহূর্তের খোজ খবর নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার প্রদেশ সভাপতি নিজেও ছুটে যাবেন কুমারঘাটে। এই ঘটনায় নিহতদের প্রতি শ্রাদ্ধ জনিয়ে এদিন বিজেপির সমস্ত ধরনের সাংগঠনিক কাজকর্ম বন্ধ থাকবে বলেও তিনি জানিয়েছেন।