ডেস্ক রিপোর্টার,২৮জুন।।
   কুমারঘাট উল্টো রথ কাণ্ডে মৃত্যু হয়েছে ছয় জনের। এবং আহত হয়েছেন ১৩ জন।এই তথ্য নিশ্চিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা:মানিক সাহা।তিনি কুমারঘাট সফরে গিয়ে সাংবাদিক সম্মেলন করে আহত ও নিহতদের পরিসংখ্যান দিয়েছেন।মুখ্যমন্ত্রীর দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী,

নিহতদের তালিকা :

১. সীমা পাল (৩৩)
স্বামী : কাজল পাল।
শিবতলি।
২. সুস্মিতা বৈশ্য (৩০)
স্বামী: অপু বৈশ্য
শিব মন্দির।
৩. রূপক দাস (৪০)
পিতা: সান্ত দাস।
ইয়ং স্টার ক্লাব।
৪. সোমা বিশ্বাস (২৮)
স্বামী: সুকান্ত বিশ্বাস।
নেতাজীপল্লী।
৫. রুহন দাস (৯)
পিতা: রূপক দাস।
ইয়ং স্টার ক্লাব।
৬. শান মালাকার (9)
পিতা: পিঙ্কু মালাকার।
উত্তর পাবিয়াছড়া।

আহতদের তালিকা:

১. বিভাষ চন্দ্র নাথ(৪৫)
পিতা: কে.সি নাথ।
রাতিয়াবাড়ি।
২. বীরবল নাথ (১১)
পিতা: বিভাস চন্দ্রনাথ। রাতিয়াবাড়ী।
৩. কামাক্ষা দে (৬৩)
পিতা: বৈকুন্ঠ দে।
পূর্বকাঞ্চন বাড়ি।
৪. রাজদীপ দাস
পিতা: রবি দাস
মোটর স্ট্যান্ড।
৫. ডি ঘোষ (০৪)
পিতা: গৌতম ঘোষ।
কুমারঘাট।
৬. দিয়া ঘোষ (০৯)
পিতা: গৌতম ঘোষ।
কুমারঘাট।
৭. রুমা ঘোষ (৩০)
পিতা: গৌতম ঘোষ।
কুমারঘাট।
৮. দ্রৌপদী মালাকার (২৭)
পিতা: রিন্টু মালাকার।
কুমারঘাট।
৯. রত্না রানি ধর (৪৯)
স্বামী: প্রানেশ ধর।
কুমারঘাট।
১০. রোহন দাস (১০)
পিতা: প্রদীপ দাস।
কুমারঘাট।
১১. শিপ্রা দেবনাথ (২৮)
১২. সঙ্গিতা দাস ( ৩৬)
১৩. মমতা দাস (২৭)
পিতা: মনমোহন দাস।
কুমারঘাট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *