ডেস্ক রিপোর্টার,৫ জানুয়ারি।।
অবশেষে অনেক জল্পনা-কল্পনার পর খারিজ হলো আশীষ দাসের “বিধায়ক” পদ।বুধবার সাংবাদিক সম্মেলন করে রাজ্য বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী আশীষ দাসের বিধায়ক পদ খারিজের কথা আনুষ্ঠানিক ভাবে জানিয়েছেন।আশীষ দাসের বিধায়ক পদ খারিজ হওয়াতে বিধানসভায় বিজেপি’র মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৩৫।
অধ্যক্ষ রতন চক্রবর্তী জানিয়েছেন, আশীষ দাসের বিধায়ক খারিজ হওয়াতে তিনি “বিধায়কে”র কোনো সরকারি সুযোগ-সুবিধা পাবেন না। অর্থাৎ মাত্র চার বছরের মধ্যেই আশীষের ‘বিধায়কে’র স্বপ্ন বিলীন হয়ে গিয়েছে।
রাজ্য বিধানসভার পক্ষ থেকে এই সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনেও জমা করা হবে কাগজ পত্র।জানিয়েছেন অধ্যক্ষ রতন চক্রবর্তী।
রতন চক্রবর্তী বলেন, একজন বিজেপি’র বিধায়ক হয়ে আশীষ দাস অন্য দলের পতাকা নিয়ে মিছিল করছেন।মাথা মুন্ডন করে তিনি যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে।তাঁর এই সমস্ত কাজ একজন বিধায়ক হিসাবে বেমানান। তিনি অনেক বেশি আক্রমণাত্মক ছিলেন।দল ছাড়ার জন্য করেছেন প্রায়শ্চিতও করেছেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্য বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী বলেন, আইপিএফটি’র বিধায়ক বৃষকেতু দেববর্মাকে বহিষ্কারের বিষয়েও কাজকর্ম চলছে।যথা সময়েই তিনি বৃষকেতুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *