সাব্রুম ডেস্ক, ১৯ জানুয়ারী।।
  খাদ্য দপ্তরের খুন হওয়া স্টোর কিপার সুভাষ মহাজনের বাড়িতে গেলেন রাজ্যের খাদ্য মন্ত্রী
সুশান্ত চৌধুরী। মন্ত্রী প্রয়াত সুভাষ মহাজনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। মন্ত্রী আশ্বাস দিয়েছেন, খুব শীঘ্রই সুভাষ মহাজনের পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার ব্যবস্থা করবেন।শুক্রবার সন্ধ্যায় মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রয়াত স্টোর কিপারের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের হাতে তিন লক্ষ টাকা তুলে দেন। তাছাড়া
  পরিবারের লোকজনদের সাথে দেখা করে সহমর্মিতা জানান। মন্ত্রী পরিবারের সদস্যদের আশ্বাসদেন পরিবারের মধ্যে একজনকে চাকুরী দেওয়া হবে। এবং পরিবারের লোকজনদের হাতে রাজ্যের খাদ্য দপ্তরের তরফ থেকে ৩ লক্ষ টাকার চেক তুলে দেন এবং সাব্রুম খাদ্য দপ্তরে কর্মরত কর্মীরা মহকুমা শাসকের হাত দিয়ে মৃত পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিয়েছেন।
        প্রসঙ্গত স্টোর কিপার সুভাষ মহাজনকে পূর্ব পরিকল্পিত ভাবে লরির চাকায় চাপা দিয়ে হত্যা করেছে জাকির হোসেন নামে এক চালক। ঘটনার পর থেকে লরির চালক জাকির পলাতক। সাব্রুম থানার পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *