খোয়াই মণ্ডল কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনে অমিত রক্ষিত।

ডেস্ক রিপোর্টার,আগরতলা।।
স্বাধীনতা দিবস কেন্দ্র করে খোয়াইয়েও নানান অনুষ্ঠান হয়।তার আগে অবশ্যই খোয়াইয়ে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্র শেখরের উপস্থিতিতে ঘটা করে অনুষ্ঠিত হয় তেরঙ্গা যাত্রা। বিজেপির সহস্রাধিক কর্মী – সমর্থক অংশ নেয় তেরঙ্গা যাত্রায়।

খোয়াইয়ে তেরাঙ্গা যাত্রা।

স্বাধীনতার অমৃত মহোৎসবে এক অভিনব উদ্যোগ নিয়েছে খোয়াই ব্লক। এলাকার পঁচাত্তর ঊর্ধ্ব শ্রেষ্ঠ জেষ্ঠদের হাতে দেওয়া হয় শাল এবং শ্রীমদ্ভাবদগীতা। তাদের হাতে শাল ও গীতা তুলে দেন রাজ্য বিজেপির সহ – সভাপতি অমিত রক্ষিত। এই অনুষ্ঠান আমেজ ছিলো সম্পূর্ণ পৃথক।প্রবীণ নাগরিকরা দারুন ভাবে অনুষ্ঠানের আনন্দ উপভোগ করেন।

শাল – গীতা দিয়ে প্রবীনদের সম্মাননার মুহূর্ত।

স্বাধীনতার অমৃত মহোৎসবে মহিলাদের পাশেও দাড়ায় খোয়াই ব্লক।পশ্চিমা আদিবাসী মহিলাদের দেওয়া হয় সেলাই মেশিন। এই সেলাই মেশিন মহিলাদের হাতে তুলে দেন অমিত রক্ষিত।
কাজের নিরিখে ব্লকের শ্রেষ্ঠ পঞ্চায়েত , শ্রেষ্ঠ পঞ্চায়েত প্রধান বাছাই করা হয়। দেওয়ার হয় পুরস্কার বাদ যান নি ব্লকের সরকারি কর্মীরাও। তাদেরকেও কাজের গুন-মানের নিরিখে পুরস্কৃত করা হয় । এর ফলে ব্লকের কর্মীদের মধ্যে কাজ করার উৎসাহ বাড়বে। খোয়াইয়ের মানুষের বক্তব্য, অমৃত মহোৎসবে খোয়াই ব্লকে এই সমস্ত অভিনব কার্যকলাপের পেছনে কাজ করেছে সংস্কৃতি প্রবণ রাজ্য বিজেপির সহসভাপতি অমিত রক্ষিতের।

মহিলাদের মধ্যেই সেলাই মেশিন বিতরণ।

১৫আগষ্ট,৭৬তম স্বাধীনতা দিবসে খোয়াই মণ্ডল অফিসেও পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন বিজেপির খোয়াই জেলার প্রভারী অমিত রক্ষিত।তিনি স্বাধীনতা দিবসে উপস্থিত কচিকাঁচাদের মধ্যে বিলি করেন চকলেট, বিস্কুট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *