গন্ডাছড়া ডেস্ক,২০এপ্রিল।।
মাত্র চারশো মিটার দৈর্ঘ্যের একটি রাস্তার মেরামতের কাজে ছয় বছরেও হাত দিতে পারলো না পূর্ত দপ্তর।দুর্ভোগ সাধারণ মানুষের। ভোট আসে ভোট যায়। আসলে নেতাদের চেহারাও দেখা যায়। নেতাদের মুখে কত না বস্তাপচা বুলি শোনা যায়। কিন্তু ফুরিয়ে গেলে কেল্লা ফতে। নেতাদের আর পায় কে? তখন সাধারণ মানুষের কথা আর মনে রাখার প্রয়োজন মনে করেন না নেতাবাবুরা। অভিযোগ আমজনতার।
গত বিধানসভা নির্বাচনের আগে নেতাবাবুরা বৈতরণী পার হতে গন্ডাছড়া মহাকুমা সদর সংলগ্ন দুর্গাপুর গ্রামে করজোরে ভোট ভিক্ষা করতে এসেছিলেন। তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন মহকুমা সদর পূর্ত কার্যালয় থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত দুর্গাপূর গ্রামের পূর্ব গন্ডাছড়া এ ডিসি ভিলেজ অফিস থেকে প্রফুল্ল দেবনাথের বাড়ি পর্যন্ত চারশো রাস্তার কাজ সরকার প্রতিষ্ঠিত হওয়ার তিন মাসের মধ্যে করে দেওয়া হবে। কিন্তু সরকারের চার বছর অতিক্রম হয়ে গেছে। অবশ্যই তাতে কাজের কাজ কিছুই করতে পারেননি।
দিনের পর দিন সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। ছোট-বড় যান চালাতে গিয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে যান চালকদের। তাতে কোনো হেলদুল নেই পূর্ত কর্মকর্তাদের। ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ।
প্রসঙ্গত ২০১৬-১৭ অর্থ বছরে চারশো মিটার রাস্তার মেরামতের জন্য পূর্ত দপ্তর থেকে টেন্ডার ডাকা হয়েছিলো।কাজের বরাত পেয়েছিলেন গন্ডাছড়া মহকুমার ষাট কার্ড’র বাসিন্দা ঠিকাদার নন্দন বিশ্বাস। কিন্তু বিভিন্ন চাপে পড়ে কাজ থেকে হাত গুটিয়ে নিতে বাধ্য হয়েছিলেন ঠিকাদার। এরপরই থমকে যায় উন্নয়নের মুখ।আজ পর্যন্ত বেহাল রাস্তার চেহারার কোনো পরিবর্তন হয়নি।বরং রাস্তার কদর্য ভাব বাড়ছে। কিন্তু অসহায় মহকুমার পূর্ত প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *