ডেস্ক রিপোর্টার,২০ এপ্রিল।।
ডেস্ক রিপোর্টার,২০ এপ্রিল।।
অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে গেলো রাজ্যের প্রথম সারির টিভি চ্যানেল হল্লাবোল। বুধবার সকালে হল্লাবোলের সদর দপ্তর ঝলসে যায় আগুনে। আগুনের তীব্রতার কারণে অফিসে থাকা সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার পর পর অকুস্থলে ছুটে আসে দমকল বাহিনী। তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
হল্লাবোলের কর্ণধার প্রশান্ত ভট্টাচার্য বলেন, এদিন সকালে বিল্ডিংয়ের মালিকের ফোন পেয়ে জানতে পারেন তাঁর অফিসের অগ্নিকাণ্ডের ঘটনার কথা।সঙ্গে সঙ্গে ছুটে আসেন তিনি।কিন্তু ততক্ষণে অফিসের চারটি রুম আগুনের গ্রাসে চলে যায়। অফিস থেকে কোনো রকমের আসবাব পত্র বের করতে পরেন নি। ক্ষয়ক্ষতির পরিমাণও প্রচুর। কর্নধার প্রশান্ত ভট্টাচার্য জানিয়েছেন,”এই অগ্নিকাণ্ডের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। তিনি এটাকে নাশকতার আগুন বলে দাবি করেছেন। প্রশান্ত বাবুর বক্তব্য, গত চার বছর ধরেই একটা চক্র হল্লাবোলকে ধংস করার জন্য সক্রিয় ভাবে কাজ করছে। পুলিশের বিরুদ্ধেও অভিযোগ করেন তিনি। আগুন লাগার পর পুলিশকে জানানো হয়েছে।কিন্তু চার ঘণ্টা পরও ঘটনাস্থলে পশ্চিম থানার পুলিশ।
এদিনকে এদিন হাল্লাবোল নিউজ চ্যানেলে আকস্মাৎ আগুন লাগার ঘটনায় দুঃখ প্রকাশ করছে আগরতলা প্রেস ক্লাব। ঘটনাস্থল পরিদর্শন করেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সুবল কুমার দে, সহ সভাপতি অরুন নাথ ও ক্লাব সম্পাদক প্রনব সরকার। আগরতলা প্রেস ক্লাব এই ঘটনার পুর্ণ তদন্তের দাবি জানাচ্ছে। এক প্রেস বিবৃতিতে এই খবর জানিয়েছে আগরতলা প্রেস ক্লাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *