ডেস্ক রিপোর্টার,২৪ মার্চ।।
ডম্বুর জলাশয়ে নিখোঁজ চার জেলের মধ্যে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে।একজনকে এখনো খুঁজে পাওয়া যায় নি। রবিবার দিনভর ডম্বুর জলাশয়ে চলছে তল্লাসি। কিন্তু খবর লেখা পর্যন্ত একজন জেলের কোনো সন্ধান মিলে নি। হরি দাস(৪৫), প্রদীপ দাস(৪৬) ও জ্যোতিষ মল্লিক (৫০) এই তিন জেলের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো নিখোঁজ সঞ্জিত নন্দী। এরা সবাই গন্ডাছড়া থানার জয় কিশোর পাড়ার বাসিন্দা। শনিবার রাতে ঘূর্ণি ঝড়ের সময় এরা ছিলেন ডম্বুর জলাশয়ে। ঘূর্ণি ঝড়ের তাণ্ডবে তাদের নৌকা জলের স্রোতে তলিয়ে যায়। ঘটনা স্থানীয় সধ্যানন্দ পাড়াতে।

ঘূর্ণিঝড় থামতেই বাড়ির লোকজন তাদের খোঁজ খবর শুরু করে। কিন্তু পাওয়া যায় নি। পরিবারের লোকজন বিষয়টি অবগত করে থানা পুলিশকে। উদ্ধারকারী দল সহ স্থানীয় লোকজন রবিবার সকাল থেকে তল্লাসি শুরু করে। ধাপে ধাপে তিন জনের লাশ উদ্ধার করতে তারা সক্ষম হয়েছে। বাদবাকি একজনের এখনো খোঁজ পাওয়া যায় নি। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গন্ডাছড়াতে।