ডেস্ক রিপোর্টার,৮ফেব্রুয়ারি।।
সম্প্রতি জিবি হাসপাতালে বেশ কিছু জটিল রোগের অপারেশন হয়েছে সফলভাবে।হয়েছে বাইপাস সার্জারি।এগুলি ছিলো রাজ্যের চিকিৎসা ক্ষেত্রে নতুন দিগন্ত।তার জন্য অবশ্যই রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে বাহবা দিতেই হয়।
আগরতলা জিবি হাসপাতালকে ঢেলে সাজানোর চেষ্টা করছে রাজ্য সরকার।জিবিকে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন মাল্টি স্পেশালিটি হাসপাতালের ন্যায় জিবিকে তৈরী করার প্রয়াস শুরু হয়েছে। জিবি’র পরিকাঠামো উন্নয়ন ও জটিল রোগ চিকিৎসা সহ অন্যান্য পরিষেবা প্রদানের লক্ষ্যে গৃহীত একাধিক উদ্যোগের সফল বাস্তবায়ন আক্ষরিক অর্থেই প্রতিফলিত হচ্ছে। তা পরখ করতেই জিবি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। ” বহু অর্থব্যায়ে বেসরকারি চিকিৎসা ঝোক কাটিয়ে জিবির পরিষেবার প্রতি আস্থার ক্রমউর্দ্ধমুখী হচ্ছে মানুষ।”–মনে করছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। জিবি পরিদর্শন করে তিনি বলেন, এই হাসপাতালে শিশু বিভাগ থেকে শুরু করে প্রতিটি বিভাগের পরিষেবার মান উন্নয়ন হয়েছে। বর্তমান চিকিৎসা পরিষেবার প্রতি বর্ধিত আস্থা ও সন্তুষ্টি বাড়ছে মানুষের।রোগীর পরিজনদের সাথে কথা বলেই মুখ্যমন্ত্রী এই ধারণা পোষণ করেছেন।সর্বসুবিধাযুক্ত স্বাস্থ্য পরিষেবার মাধ্যমে সবার স্বাস্থ্যের নিরাপত্তাকে অগ্রাধিকারের ভিত্তিতে ও পরিষেবার বিকেন্দ্রীকরণে রাজ্যব্যাপী কর্মযজ্ঞ চলছে বলেও দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *