ডেস্ক রিপোর্টার, ১৩আগস্ট:
রাজ্যে এসে বিতর্কের কেন্দ্র বিন্দুতে নাম লিখলেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার।অভিযোগ,তিনি লঙ্ঘন করেছেন কোভিড বিধি।শুক্রবার সকালে অপরূপা পোদ্দার সহ টিএমসির সাংসদদের একটি টিম আসে আগরতলায়। বিমানবন্দরে বিমান অবতরণের পর কোভিড বিধি মেনে উপস্থিত স্বাস্থ্য কর্মীরা অপরূপা পোদ্দারকে কোভিড টেস্ট করতে বলেন। স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, “অপরূপা দেবী স্পস্ট ভাবে জানিয়ে দিয়েছেন তিনি করোনার টিকার দুইটি ডোজ নিয়েছেন।তাই এখন টেস্টের কোনো প্রয়োজন নেই।”
স্বাস্থ্যকর্মীদের বক্তব্য, নিয়ম অনুযায়ী, কোভিডের উভয় ডোজ নেওয়ার ১৪ দিন পর পর্যন্ত বহিঃরাজ্য থেকে আসা যেকোন ব্যক্তির আর.টি.পি.সি.আর টেস্ট করানো বাধ্যতামূলক।কিন্তু টিএমসি’র সাংসদ সরকারী নিয়মের কোনো তোয়াক্কা করলেন না।বরং একজন সাংসদ হয়ে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে করলেন দুর্ব্যবহার। এই বিষয়ে সাংসদ অপরূপা পোদ্দারের বক্তব্য জানার জন্য সংবাদ ভবন থেকে মোবাইলে ফোন করা হয়েছিলো কিন্তু যোগাযোগ করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *