ডেস্ক রিপোর্টার, ২৩জুন।।
পূর্বসূরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবসে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বড়দোয়ালী কেন্দ্রের বিজেপির প্রার্থী ডা: মানিক সাহা। বৃহস্পতিবার সকালেই মুখ্যমন্ত্রী চলে আসেন রাজ্য বিজেপির সদর দপ্তরে। এখানে জনসংঘের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবসের অনুষ্ঠান শেষ করে,তিনি চলে যান লক্ষ্মীনারায়ণ মন্দিরে।

মন্দিরে পুজো দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে মুখ্যমন্ত্রী চলে যান তাঁর বুথ কেন্দ্র তুলসীবতী স্কুলে। সেখানে তিনি প্রয়োগ করেন।ভোট দানের পর তিনি বেরিয়ে যান টাউন বড়দোয়ালী কেন্দ্র। নিজের নির্বাচনী ক্ষেত্রের বিভিন্ন পরিদর্শন বুথ পরিদর্শন। করেন সঙ্গে ছিলেন দলের কর্মী সমর্থকরা।

মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা বলেন “দেশের অখন্ডতা রক্ষা করতে গিয়ে প্রাণ দিয়েছিলেন ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী। বিশেষভাবে পশ্চিমবাংলা ও কাশ্মীরের বিভাজন আটকানোর জন্য নিরলস ভাবে কাজ করেছেন তিনি।”। প্রসঙ্গত ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবসকে সর্বভারতীয় বিজেপি বলিদান দিবস হিসেবে পালন করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *